TRENDING:

Rakhi Sawant's mother died: প্রয়াত রাখির মা, ভিড়ের মাঝে চিৎকার, ‘মা চলে গেল’, এদিকে স্বামী আদিলের খোঁজ নেই!

Last Updated:

Rakhi Sawant's mother died: মা হারানোর যন্ত্রণার মধ্যেও সব বন্দোবস্ত করছেন রাখি। কে কে তাঁর মায়ের মৃতদেহের সঙ্গে অ্যাম্বুল্যান্সে উঠবেন, কারা আলাদা যাবেন, সে সমস্ত খেয়াল করে দেখছেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রয়াত জয়া সাওয়ান্ত। রাখি সাওয়ান্তের মা। শনিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ তিন বছর ধরে ক্যানসার এবং ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি।
প্রয়াত রাখির মা
প্রয়াত রাখির মা
advertisement

মাসখানেক ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে কথা রাখি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। গতকাল থেকে এক এক করে অঙ্গ বিকল হতে শুরু করে।

শনিবার রাতে সব শেষ। পাপারাৎজিরা ঘিরে ধরেছেন রাখি এবং তাঁর পরিবারের সকলে। সেই ভিড়ের মাঝেই কাঁদতে কাঁদতে মাকে বিদায় করছেন বলি তারকা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘মা চলে গেল ভাই!’’ তার পরেই পাশের এক মহিলাকে বারবার প্রশ্ন করতে থাকেন, ‘‘আদিল কোথায়?’’ উত্তর আসে না, কারণ কারও কাছেই রাখির স্বামীর খোঁজ নেই।

advertisement

কিন্তু মা হারানোর যন্ত্রণার মধ্যেও সব বন্দোবস্ত করছেন রাখি। কে কে তাঁর মায়ের মৃতদেহের সঙ্গে অ্যাম্বুল্যান্সে উঠবেন, কারা আলাদা যাবেন, সে সমস্ত খেয়াল করে দেখছেন অভিনেত্রী।

আরও পড়ুন: গর্ভেই মৃত্যু হয়েছে সন্তানের? অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেও পাত্তা পাননি রাখি! নীরবতা ভাঙলেন আদিল

advertisement

আরও পড়ুন: থানায় আটক রাখি সাওয়ান্ত! মডেলের ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ সাওয়ান্তের বিরুদ্ধে

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

জয়া সাওান্তের মৃত্যুর খবর মিলতেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে রাখিকে ফোন করা হয়। তিনি কাঁদতে কাঁদতে তখনই জানান, ক্যানসার কিডনি, ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে রাখি তাঁর মায়ের পাশেই ছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant's mother died: প্রয়াত রাখির মা, ভিড়ের মাঝে চিৎকার, ‘মা চলে গেল’, এদিকে স্বামী আদিলের খোঁজ নেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল