মাসখানেক ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে কথা রাখি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। গতকাল থেকে এক এক করে অঙ্গ বিকল হতে শুরু করে।
শনিবার রাতে সব শেষ। পাপারাৎজিরা ঘিরে ধরেছেন রাখি এবং তাঁর পরিবারের সকলে। সেই ভিড়ের মাঝেই কাঁদতে কাঁদতে মাকে বিদায় করছেন বলি তারকা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘মা চলে গেল ভাই!’’ তার পরেই পাশের এক মহিলাকে বারবার প্রশ্ন করতে থাকেন, ‘‘আদিল কোথায়?’’ উত্তর আসে না, কারণ কারও কাছেই রাখির স্বামীর খোঁজ নেই।
কিন্তু মা হারানোর যন্ত্রণার মধ্যেও সব বন্দোবস্ত করছেন রাখি। কে কে তাঁর মায়ের মৃতদেহের সঙ্গে অ্যাম্বুল্যান্সে উঠবেন, কারা আলাদা যাবেন, সে সমস্ত খেয়াল করে দেখছেন অভিনেত্রী।
আরও পড়ুন: গর্ভেই মৃত্যু হয়েছে সন্তানের? অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেও পাত্তা পাননি রাখি! নীরবতা ভাঙলেন আদিল
আরও পড়ুন: থানায় আটক রাখি সাওয়ান্ত! মডেলের ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ সাওয়ান্তের বিরুদ্ধে
জয়া সাওান্তের মৃত্যুর খবর মিলতেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে রাখিকে ফোন করা হয়। তিনি কাঁদতে কাঁদতে তখনই জানান, ক্যানসার কিডনি, ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে রাখি তাঁর মায়ের পাশেই ছিলেন।