রাখি জানান, তাঁর বিয়ের খবর পাওয়ার পর সলমন তাঁকে ফোন করেছিলেন। আর তখনই 'ভাইজান'কে নিজের সমস্যার কথা জানান অভিনেত্রী। রাখির কথায়, "ভাই (সলমন) ওকে (আদিল) খুব ভালবাসে। ওদের দেখাও হয়েছে। নিশ্চয়ই এ সব জানার পর ভাই ওকে ফোন করেছে।"
আরও পড়ুন: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!
advertisement
আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছেন রাখি সাওয়ান্ত, খেতে-শুতে পারছেন না! দায়ী আদিল খান?
রাখির বিশ্বাস, সলমনের কথাতেই আদিল সত্যিটা স্বীকার করেছেন। শুধু তাই নয়। নিজের ইনস্টাগ্রামে রাখির সঙ্গে বিয়ের একাধিক ছবিও দিয়েছেন তিনি। ভালবাসার মানুষকে ফিরে পেয়ে আপ্লুত রাখি। সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বললেন, 'ভাই আমার সংসার সাজিয়ে দিল।'
এই প্রথম নয়। অতীতেও রাখিকে একাধিক বার সাহায্য করেছেন সলমন। অভিনেত্রীর কাজের অভাবের কথা জানতে পেরেই তাঁকে ফের 'বিগ বস'-এ অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন সলমন। তার জন্য 'ভাইজান'কে একাধিক বার ধন্যবাদও জানিয়েছেন রাখি।