স্বামীর বিরুদ্ধে কী কী ভয়ানক অভিযোগ তুললেন রাখি?
আরও পড়ুন: সকালে ট্যাক্সি চালিয়ে রোজগার, বিকেলে নাটকের মহড়া, রাজেশের জীবন যেন চিত্রনাট্য!
রাখির দাবি অনুযায়ী, অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। রাখির মায়ের মৃত্যুর দিনেও আদিল তাঁর স্ত্রীর কাঁধে হাত না রেখে অন্য মহিলার সঙ্গে হোটেলে রাত্রিযাপন করেছেন। রাখির দাবি, তাঁর কাছে সমস্ত ভিডিও এবং অডিও প্রমাণ রয়েছে।
advertisement
আরও পড়ুন: পার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা
শুধু তা-ই নয়, রাখির মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। মাত্র মাসকয়েক আগে বিয়ে হল তাঁদের, এরই মধ্যে বিচ্ছেদের ঘোষণা। প্রথম স্বামী রীতেশের সঙ্গেও সম্পর্ক টেকেনি বেশি দিন। সে বারও প্রাক্তন স্ত্রী দু'জনের মাঝে চলে এসেছিলেন। এবারও স্ত্রীকে ছেড়ে অন্য এক মহিলার কাছে চলে গেলেন আদিল। রাখি এই সমস্ত কথ্ব বলতে বলতে চিৎকার করে কাঁদতে লাগলেন।
রাখির অভিযোগ, পেটে যেখানে রাখির অস্ত্রোপচার হয়েছে, সেখানে আদিল ঘুষি মেরেছেন তাঁকে। আদিলের অভিযোগ নস্যাৎ করে রাখি বললেন, 'ও যাই বলুক, আমি কোনও দিনও ওর গায়ে হাত তুলিনি। আদিল গাড়িতে বসে জানলায় মাথা ঠুকে নিজেকে আঘাত দিয়ে তার পর ভিডিও করে বলেছে যে আমি নাকি মেরেছি। সে সব মিথ্যে। যখন ও আমাকে মারতে এসেছে, আত্মরক্ষার খাতিরে ধাক্কা দিয়েছি কেবল। আমি নমাজ পরার সময়েও আমাকে মারধর করেছে! কে করে এরকম?"