জ্ঞান ফেরার এক সপ্তাহের মধ্যেই রাজুর জ্বর আসে। অন্তত ১০০ ডিগ্রি! যদিও তাঁর জ্ঞান এখনও রয়েছে। হাত-পা নাড়াতেও পারছেন।
আরও পড়ুন: যথেষ্ট! এ বার ওঠো রাজু! অমিতাভের আর্তি বাজছে অচেতন কমেডিয়ানের কানে
জিমে ওয়ার্কআউট করার সময় গত ১০ অগাস্ট অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যথার পরই জ্ঞান হারান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে নিয়ে যান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের। জানা যায়, হার্ট অ্যাটাকের পাশাপাশি রাজুর ব্রেনও ড্যামেজ হয়েছিল।
advertisement
আরও পড়ুন: ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের, স্বস্তিতে কৌতুকশিল্পীর অনুরাগীরা
শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা.গুপ্ত জানিয়েছিলেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷