যথেষ্ট! এ বার ওঠো রাজু! অমিতাভের আর্তি বাজছে অচেতন কমেডিয়ানের কানে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
চিকিৎসকদের পরামর্শ, ভালবাসার মানুষের গলার আওয়াজ মস্তিষ্কে পৌঁছলে অনেক সময়ে রোগী জেগে ওঠেন। তাই রাজুর পরিবার তাঁর পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চনকে অনুরোধ জানানোর পর তিনি নিজের গলা রেকর্ড করে পাঠান।
#নয়াদিল্লি: গত বুধবার থেকে হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ভক্তরা তাঁর জন্য পুজোআচ্চা করছেন। প্রার্থনা চলছে চার দিকে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় ব্যস্ত অনুরাগীরা। অন্য দিকে চিকিৎসকরা দিন রাত তাঁকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন। কিন্তু জ্ঞান ফেরেনি রাজুর। কেবল হাতের আঙুল নাড়িয়েছেন তিনি।
জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান। পাঁচ দিন হয়ে গেল, এখনও তিনি হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও সম্পূর্ণ বিপদ মুক্ত নন কমেডিয়ান। প্রাথমিক ভাবে সিপিআর দিয়ে তাঁকে সুস্থ করা হয়। কিন্তু রাতের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছে, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷
advertisement
advertisement
এমনই সময়ে অচেতন রাজুর কানে কাছে বাজানো হচ্ছে অমিতাভ বচ্চনের রেকর্ডিং। যেখানে বর্ষীয়ান অভিনেতা বলছেন, ''যথেষ্ট হয়েছে! এ বার ওঠো রাজু, আমাদের হাসতে শেখাও। যা তুমি চিরকাল করে এসেছ।'' চিকিৎসকদের পরামর্শ, ভালবাসার মানুষের গলার আওয়াজ মস্তিষ্কে পৌঁছলে অনেক সময়ে রোগী জেগে ওঠেন। তাই রাজুর পরিবার তাঁর পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চনকে অনুরোধ জানানোর পর তিনি নিজের গলা রেকর্ড করে পাঠান। তাঁকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার আর্জি জানান।
advertisement
রাজুর পরিবার এখনও পর্যন্ত অমিতাভের সে রেকর্ডিং জনসমক্ষে প্রকাশ করেননি। চিকিৎসকরা সেই রেকর্ডিং শোনাচ্ছেন রাজুকে। তাঁর জেগে ওঠার আশায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 12:06 PM IST