অতিরিক্ত শরীরচর্চাই হার্ট অ্যাটাকের কারণ? সিদ্ধার্থের পর একই প্রশ্ন রাজুকে নিয়েও

Last Updated:

অভিনেতা সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পরে। তাঁর হার্ট অ্যাটাক হওয়ার পরে আলোচনায় উঠে আসে, শরীরের গঠন আকর্ষণীয় রাখতে সারা ক্ষণই নাকি জিমে ঘাম ঝরাতেন তিনি। সেই সময়েও নানা মুনির নানা মত শোনা গিয়েছিল।

#নয়াদিল্লি: জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। পাঁচ দিন হয়ে গেল, এখনও তিনি হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও সম্পূর্ণ বিপদ মুক্ত নন কমেডিয়ান।
বুধবার জিমে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ায় তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে সিপিআর দিয়ে তাঁকে সুস্থ করা হয়। কিন্তু রাতের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছে, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷
advertisement
advertisement
এরই মাঝে প্রশ্ন উঠছে, রাজুর এই অসুস্থতার পিছনে কি অতিরিক্ত শরীর চর্চার কারণ রয়েছে? একই প্রশ্ন উঠেছিল, অভিনেতা সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পরে। তাঁর হার্ট অ্যাটাক হওয়ার পরে আলোচনায় উঠে আসে, শরীরের গঠন আকর্ষণীয় রাখতে সারা ক্ষণই নাকি জিমে ঘাম ঝরাতেন তিনি। সেই সময়েও নানা মুনির নানা মত শোনা গিয়েছিল।
advertisement
জিমে শরীর চর্চা করার সময়েই হার্ট অ্যাটাক হওয়ার পর রাজুর ক্ষেত্রেও আবারও সেই বিতর্ক শুরু। সেই চর্চায় ইতি দিয়ে রাজুর ভাইপো কুশল শ্রীবাস্তব জানালেন, রাজু খুব বেশি শরীর চর্চা করতেন না। সে দিনও অতিরিক্ত শরীরচর্চা করেননি বলে দাবি কুশলের। তাঁর কথায় জানা যায়, হার্ট অ্যাটাক হওয়ার দিন কেবল ট্রে়ডমিলে হেঁটেছিলেন রাজু। কোনও দিন ওজন তুলে ঘাম ঝরাননি জিমে। একই সঙ্গে তিনি জানান, রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আঙুল নাড়িয়েছেন কমেডিয়ান।
advertisement
এর আগে রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অতিরিক্ত শরীরচর্চাই হার্ট অ্যাটাকের কারণ? সিদ্ধার্থের পর একই প্রশ্ন রাজুকে নিয়েও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement