হাসপাতালে ভর্তি প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক

Last Updated:

রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানান, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি।

#নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ভর্তি রয়েছেন দিল্লির এইমস হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল।
সূত্রের খবর, জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করেন কমেডিয়ান এবং উত্তর প্রদেশের ফিল্ম বোর্ডের চেয়ারম্যান রাজু। অসুস্থতার কথা তিনি জিম প্রশিক্ষককে নিজে থেকেই জানান। কিন্তু পর মুহূর্তেই লুটিয়ে পড়েন মাটিতে।
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে হাসপতালের দিকে ছোটেন প্রশিক্ষক। ভর্তি করানো হয় এইমস-এ। দু'বার তাঁকে সিপিআর দেওয়া হয়।
এইমস সূত্রে জানা যায়, চিকিৎসক নীতীশ ন্যায়ের তত্ত্বাবধানে আছেন তিনি।কমেডিয়ানের জন্য চিকিৎসকদের বিশেষ দলও গঠিত হয়েছে।
advertisement
রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানান, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই তিনি সুস্থ হয়ে গিয়েছেন। আপাতত রাজু স্থিতিশীল এবং বিপদদ মুক্ত বলে জানিয়েছেন রাজুর ভাই। পরিবারের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাসপাতালে ভর্তি প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement