ইতিমধ্যেই 'স্ত্রী'-কে পর্দায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। অথচ ছবির নায়ক নাকি এ বিষয়ে কিছুই জানেন না। অমর কৌশিকের পরিচালনায় মফস্সলের ভিকি হয়ে তাক লাগিয়েছিলেন রাজকুমার। দর্শক থেকে সমালোচক, তাঁকে নিয়ে ধন্য ধন্য রব তুলেছিলেন অনেকেই। এ হেন নায়ককে ব্রাত্য রেখেই চলছে সিক্যুয়েলের পরিকল্পনা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, "'স্ত্রী' ভাল ছবি। বাণিজ্যিক ভাবেও সফল। এই ছবির সিক্যুয়েল অবশ্যই তৈরি করা উচিত। কিন্তু এ বিষয়ে আমাকে এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।"
advertisement
আরও পড়ুন: 'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর
আরও পড়ুন: আলিয়া নয়, নাতনির আগমনের খবর শুনে বড় মেয়ে পূজার কথা মনে পড়ে মহেশের! কিন্তু কেন
২০১৯-এ প্রযোজক রাজ এবং ডিকে জানিয়েছিলেন, 'স্ত্রী'-এর দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি নিয়ে পরিকল্পনা চলছে। উপযুক্ত সময়ে ছবিগুলি তৈরি হবে।
আপাতত 'মনিকা, ও মাই ডার্লিং'-এর অপেক্ষায় রাজকুমার। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি, রাধিকা আপ্তে, রাধিকা মদনের মতো তারকাদের।
