আলিয়া নয়, নাতনির আগমনের খবর শুনে বড় মেয়ে পূজার কথা মনে পড়ে মহেশের! কিন্তু কেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
আলিয়ার সৎ দাদা রাহুল ভাট জানিয়েছেন, নাতনিকে দেখার জন্য উতলা মহেশ। তার আগমনের খবর পেয়েই এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে।
জীবনের নতুন ভূমিকায় উত্তরণ মহেশ ভাটের। এখন তিনি দাদু। রবিবার কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। আর সেই সুখবর পেয়েই আবেগঘন বর্ষীয়ান পরিচালক। এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে।
আলিয়ার সৎ দাদা রাহুল ভাট জানিয়েছেন, নাতনিকে দেখার জন্য উতলা মহেশ। তার আগমনের খবর পেয়েই এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে। পুজা, শাহিন, আলিয়া, তিন মেয়েকেই পরম যত্নে বড় করে তুলেছেন পরিচালক। নাতনি ভূমিষ্ঠ হওয়ার পর যেন সেই দিনগুলির কথাই মনে পড়ছে তাঁর।
রাহুল বললেন, "বাবা যেন অতীত ফিরে পেয়েছেন। এই আনন্দের সময়টাকে তিনি পুজার জন্মের দিনের সঙ্গে তুলনা করছেন।"
advertisement
advertisement
রবিবার মুম্বইয়ের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। আপাতত উৎসবের মরশুম ভাট এবং কাপুর পরিবারে।
advertisement
আবেগের বানভাসি রণবীরের মনেও। ফুটফুটে রাজকন্যাকে দেখে কান্না থামেনি তাঁর। এমন আবেগঘন অভিনেতার জীবনে আগে এসেছে বলে মনে করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।
এপ্রিল মাসে বিয়ে করেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া। এ বার দুই থেকে তিন হলেন তাঁরা। শুরু হল নতুন অধ্যায়। রণবীরের ঘনিষ্ঠমহলের এক ব্যক্তি বলেছেন, প্রথম বার মেয়েকে কোলে নিয়ে আবেগ সামলে উঠতে পারেননি অভিনেতা। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। স্বামী এবং সন্তানকে দেখে আবেগঘন হয়ে পড়েন আলিয়াও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 4:55 PM IST