TRENDING:

সাপে ফাঁড়া, এক বছরেই মৃত্যুযোগ, তাও মুখে হাসি, এক অন্য রাজদীপকে দেখবে বাংলা

Last Updated:

সুস্মিতার মুখের সারল্যই প্রয়োজন ছিল পঞ্চমীর জন্যে। সাহানার কথায়, ''সুস্মিতার মুখে দেবী ভাব আছে। ওকে প্রথম দেখাতেই মনে হয়েছিল, ওই আমার পঞ্চমী।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজদীপ গুপ্ত মানেই মুখে হাসি, মস্করায় পরিপূর্ণ, অন্যকে আনন্দে রাখা। তারই চরিত্রের সঙ্গেই যেন মিলে গেল কিঞ্জলের চরিত্র। পর্দা. এমনই এক 'হ্যাপি গো লাকি' চেহারায় দেখা দিতে চলেছেন টলি অভিনেতা। অনেক বছর পর ফের ছোটপর্দায় 'পঞ্চমী' ধারাবাহিক নিয়ে এলেন তিনি। সঙ্গে সুস্মিতা দে।
advertisement

আগামী ৫ ডিসেম্বর থেকে রাত সাড়ে ৮টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। সম্প্রতি সেই মেগার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তারকারা। এই ধারাবাহিকের লেখিকা সাহানা দত্ত জানালেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে রূপকথার গল্প বলবে এই মেগা। আর নায়কের চরিত্রটির জন্য রাজদীপকে বেছে নেওয়ার মূল কারণ, রাজদীপ যেরকম হাসিখুশি, কিঞ্জলও সেরকমই। এই চরিত্রের সাপে ফাঁড়া। এক বছরের মৃত্যুযোগ রয়েছে। তা জেনেও তার মুখে হাসি। সাহানার মতে, এই চরিত্রের জন্য রাজদীপই মানানসই।

advertisement

আরও পড়ুন: নায়ক বদল! বরফির সঙ্গে এবার ঋত্বিক, 'এই পথ'-এর নায়কের জন্যেই কি পথ ছাড়লেন টিপু

উল্টোদিকে সুস্মিতার মুখের সারল্যই প্রয়োজন ছিল পঞ্চমীর জন্যে। সাহানার কথায়, ''সুস্মিতার মুখে দেবী ভাব আছে। ওকে প্রথম দেখাতেই মনে হয়েছিল, ওই আমার পঞ্চমী।''

আরও পড়ুন: বাংলাদেশে সহ-অভিনেতার আচরণে ক্ষুব্ধ হয়ে সপাটে থাপ্পড় নোরার! পাল্টা চড় নায়িকাকেও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গল্পের শুরুতে দেখা যায়, এক গর্ভবতী মহিলা একটি শিব মন্দিরে আসে এবং পঞ্চমী নামে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় তার। মন্দিরের পুরোহিত এই ঘটনার একমাত্র সাক্ষী। তার চোখে পড়ে, নাভির পরিবর্তে সেই জায়গায় একটি সাপ! পঞ্চমীকে ভগবান শিবের একজন অনুগত ভক্ত হিসাবে দেখানো হবে এই গল্পে। যার মধ্যে রয়েছে সাপকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু পঞ্চমী নিজেই বুঝতে পারে না, এটা আশীর্বাদ নাকি অভিশাপ। অন্যদিকে, কিঞ্জল চৌধুরী এক তরুণ ব্যবসায়ী। বিদেশে পড়াশোনা করেছে। সাপের বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কারের চেষ্টা করছে। এই দুই চরিত্রের পথ যখন এক জায়গায় এসে মিশবে, তার পরে গল্প কোনদিকে যাবে, সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাপে ফাঁড়া, এক বছরেই মৃত্যুযোগ, তাও মুখে হাসি, এক অন্য রাজদীপকে দেখবে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল