বাংলাদেশে সহ-অভিনেতার আচরণে ক্ষুব্ধ হয়ে সপাটে থাপ্পড় নোরার! পাল্টা চড় নায়িকাকেও

Last Updated:

নোরার কথায় জানা যায়, থাপ্পড়ের এই পর্ব সাম্প্রতিক ঢাকা-সফরে নয়, তার আগে কোনও একবার এই ঘটনাটি ঘটে। 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস'-এর শ্যুটিংয়ের সময়ে হাতাহাতি হয় দুই তারকার।

#ঢাকা: বাংলাদেশে গিয়ে সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি বলি তারকা নোরা ফতেহির! চড় এবং পালটা চড়! কী এমন ঘটেছিল সেখানে? সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'তে গিয়ে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে খোদ নোরা এই ঘটনার কথা উল্লেখ করেন।
গত ১৮ নভেম্বর গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড শো-তে পারফর্মের জন্য বাংলাদেশে গিয়েছিলেন বলি তারকা। 'উওম্যান এমপাওয়ার্মেন্ট ইন বাংলাদেশ' শিরোনামে আয়োজিত হয় সেই অনুষ্ঠান। কিন্তু নোরার কথায় জানা যায়, থাপ্পড়ের এই পর্ব সাম্প্রতিক ঢাকা-সফরে নয়, তার আগে কোনও একবার এই ঘটনাটি ঘটে। ২০১৪ সালে তাঁর প্রথম হিন্দি ছবি 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস'-এর শ্যুটিংয়ের সময়ে হাতাহাতি হয় দুই তারকার।
advertisement
advertisement
নোরা বলেন, "একবার আমি বাংলাদেশে শ্যুট করছিলাম। এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি তাকে থাপ্পড় মারার পর সেও আমাকে থাপ্পড় মারে। সে আমার চুল ধরে টানে। আমি আবার থাপ্পড় মারি। তার পরে ভয়াবহ লড়াই শুরু হয়। শেষমেশ পরিচালক এসে আমাদের শান্ত করেন।''
advertisement
কপিল শর্মার শো-তে এই ঘটনাটি শুনে উপস্থিত তারকা আয়ুষ্মান খুরানাও অবাক হয়ে গিয়েছিলেন। কমেডি শো-তেও খানিক ক্ষণের জন্য সকলে চুপ করে ছিলেন নোরার এই অভিজ্ঞতার কথা শুনে।
সম্প্রতি আয়ুষ্মানের সঙ্গে তাঁর ছবি 'অ্যান অ্যাকশন হিরো' ছবির প্রচারের জন্য কমোডি শো-তে উপস্থিত হয়েছিলেন নোরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সে সহ-অভিনেতার পরিচয় নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে কে কে অভিনয় করেছিলেন, কে নোরার সঙ্গে এই কাণ্ড ঘটাতে পারেন, তা সমাধান করতে শুরু করেন অনুরাগীরা। কিন্তু যেহেতু নোরা কারও নাম নেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি কোনও নামেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলাদেশে সহ-অভিনেতার আচরণে ক্ষুব্ধ হয়ে সপাটে থাপ্পড় নোরার! পাল্টা চড় নায়িকাকেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement