কনসার্টে সিয়ামের গালে হঠাৎ চুমু! প্রকাশ্যে মডেলকে সপাট চড় অভিনেতার
- Published by:Sanchari Kar
Last Updated:
যথারীতি ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে দু'জনের আচরণ নিয়েই। কে ঠিক, কে ভুল, তা নিয়ে তরজাও চলে খানিক।
#বাংলাদেশ: আলো ঝলমলে চারদিক। জমজমাট কনসার্ট। থিকথিকে ভিড়। আর সেই ভিড়েই মিশেছিলেন বাংলাদেশের দুই তারকা। অভিনেতা সিয়াম আহমেদ এবং মডেল-অভিনেত্রী সুনেরা বিন্তে কমল।
পাশাপাশি দাঁড়িয়ে দিব্যি আনন্দে করছিলেন দু'জনে। কিন্তু হঠাৎই যেন তাল কাটল। যা ঘটল, তা চাক্ষুষ করেও বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।
সম্প্রতি সেই কনসার্টের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। দেখা যায়, ভিড়ের মাঝেই আচমকা সিয়ামের গালে চুমু এঁকে দেন সুনেরা। আর তখনই অভিনেত্রীর গালে সপাট একটি চড় কষান সিয়াম। তাঁর এই আচরণে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন সুনেরা।
advertisement
advertisement
যথারীতি ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে দু'জনের আচরণ নিয়েই। কে ঠিক, কে ভুল, তা নিয়ে তরজাও চলে খানিক।
advertisement
বিতর্ক থামাল সুনেরার একটি পোস্ট। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, 'প্রচুর ফোন, মেসেজ পাচ্ছি। নেটমাধ্যমে ভাইরাল ভিডিয়োটি নিয়ে অনেক কথাও শুনছি। আপনারা যাদের দেখেছেন, তারা সিয়াম বা আমি নই। সবটাই করেছে প্রিয়ম এবং লুমিন। আমাদের ছবি অন্তর্জালের দু'টি চরিত্র।'
অতএব চুমু-চড়-বিতর্ক, এ সবই ছবির চিত্রনাট্যের অংশ। শেষে সিয়াম লেখেন, 'অনেকেই বলেছেন পুরো ঘটনাটি সত্যি বলে মনে হয়েছে। অভিনেতা হিসেবে আমরা সেটিকে প্রশংসা বলেই ধরে নিয়েছি।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 1:34 PM IST