অতিরিক্ত মেসি নির্ভরতাই কী কাল হল আর্জেন্টিনার? সমর্থকদের ভরসা রাখতে বলছেন মেসি
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ছন্নছাড়া ফুটবল। প্ল্যান বি এর অভাব বিশ্বকাপে ভোগাতে পারে আর্জেন্টিনা শিবিরকে।
#দোহা: তিনি গোল করলেন। মারাদোনা, বাতিস্তুতাদের টপকে চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ডও গড়লেন। তবুও মেসির শেষ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল আর্জেন্টিনা। সৌদির ৫ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল আর্জেন্টিনা। অফসাইডে ৩টি গোল বাতিল। অতিরিক্ত মেসি নির্ভরতা কী ডোবালো? উঠছে প্রশ্ন। আতস কাঁচের নিচে ডি মারিয়ার পারফরমেন্স।
কাতারে বিরাট অঘটন। বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে বিপাকে মেসির দল। তবে অনেকেই বলছেন সৌদির জয় বিরাট অঘটন নয়। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের সৌদি ফুটবলাররা যেভাবে ঝড়ে আর্জেন্টাইন ডিফেন্সে আক্রমণ করেছিল সেটাকে কুর্নিশ জানাতেই হবে। লড়াইটা ছিল তিন বনাম ৫১ র মধ্যে। মেসি-ডি মারিয়া, মার্টিনেজ বনাম অনামী তারকাদের লড়াই। কিন্তু ৯০ মিনিটে যে লড়াই করল সৌদি ব্রিগেড, তাতে আবার প্রমানিত হল বিশ্ব মঞ্চে কোনও দলই ছোট নয়।
advertisement
advertisement
সবাই দেখল আচমকা পিছিয়ে পড়ে মেসিদের ছন্নছাড়া ফুটবল। তবে ম্যাচে শুরুটা ছিল আর্জেন্টিনার পক্ষেই। শেষ বিশ্বকাপ অভিযানে নেমে পেনাল্টি থেকে গোল পেয়েছিলেন মেসি। প্রথমার্ধে আরও ব্যবধান বাড়িয়েও ফেলেছিলেন মেসি-মার্টিনেজ। তবে হাইটেক টেকনলজিতে বাতিল হল ৩টি গোল। যদিও আর্জেন্টিনার পেনাল্টিটাও ভারের (VAR) ফসল। ৪৫ মিনিট শেষে এগিয়ে থেকে মাঠ ছাড়েন মেসিরা। মেসিকে আটকাতে জোনাল মার্কিং করছেন সৌদির ডিফেন্সের প্লেয়াররা। তাই খুব বেশি জায়গা পায়নি মেসি। আর আর্জেন্টিনার আক্রমণটা যেন অতিরিক্ত মেসি নির্ভর হয়ে পড়ছিল পিছিয়ে পড়ার পর থেকে।
advertisement
৪৮ মিনিটে সৌদিকে সমতায় ফিরিয়ে আনেন আল শেহরি। গোদের ওপর বিষফোঁড়া। ৫৩ মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। আল দোসারির শট প্রচন্ড গতিতে এমিলিয়ানোর নাগাল এড়িয়ে জড়িয়ে গেল গোলে। ৫ মিনিটের ব্যবধানে আন্ডার ডগ সৌদিরা ফেভারিট আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল বাস্তবের মাটিতে। আলভারও, ফার্নান্ডেজকে একসঙ্গে নামিয়েও সমতা ফেরাতে ব্যর্থ আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপের ইতিহাসে এদিনের আর্জেন্টিনা বনাম সৌদি আরবের সাক্ষাৎকার হয়েছিল মোট চারবার। দুবার জিতেছিল আর্জেন্টিনা, দুবার ড্র। এবার ইতিহাস বদলে দিলেন সৌদি ফুটবলাররা। হতাশায় মাঠ ছাড়তে হল মেসিকে। যদিও খেলা শেষে সমর্থকদের কাছে মেসির আবেদন ভরসা রাখুন আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে।
advertisement
ERON ROY BURMAN
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 23, 2022 1:33 PM IST










