Paschim Bardhaman News : পাড়ার সুন্দরী বৌদি থেকে মিসেস ইন্ডিয়া স্বপ্নের উড়ান সুস্মিতার

Last Updated:

ঘরের গৃহবধূ মিস ইন্ডিয়া আইকন সুস্মিতাকে নাগরিক সংবর্ধনা...২০২০ সালে তার বিয়ে হয় অন্ডালের উখড়া গ্রামের রথতলা দাসপাড়ার বাসিন্দা, দিব্যেন্দু দাসের সঙ্গে। কর্মসূত্রে দুজনেই থাকেন বেঙ্গালুরুতে।

+
সংবর্ধনা

সংবর্ধনা মঞ্চে সুস্মিতা সুনা দাস।

#পশ্চিম বর্ধমান : মিস ইন্ডিয়া আইকনকে নাগরিক সংবর্ধনা। নাগরিক সংবর্ধনা দেওয়া হল গ্রামের গৃহবধূ তথা মিস ইন্ডিয়া আইকন ২০২২ সুস্মিতা সুনা দাসকে। সংবর্ধনা দেওয়া হল উখড়ার একটু স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। এই সাফল্যের জন্য সুস্মিতাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গ্রামের গৃহবধূর সৌন্দর্য্যের প্রতিযোগিতায় সাফল্যের পর, খুশি উখড়ার বাসিন্দারা। সেজন্যই স্থানীয়দের উদ্যোগে মিস ইন্ডিয়া আইকন হয়ে ফেরার পর, সুস্মিতা সুনা দাসকে নাগরিক সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। দেশ জোড়া সুন্দরী স্বীকৃতি পাওয়ার পর শ্বশুরবাড়িরতে এসে এই নাগরিক সংবর্ধনা বহুমূল্য বলে জানিয়েছেন মিস ইন্ডিয়া হাইকোন ২০২২।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছর সর্বভারতীয় ফ্যাশন প্রতিযোগিতায় মিসেস ইন্ডিয়া আইকন খেতাব জিতেছেন উখড়ার গৃহবধূ সুস্মিতা সুনা দাস। এক সুস্মিতা সেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতা জিতে উজ্জ্বল করেছিলেন ভারতের মুখ। সুস্মিতা (সুনা দাস) মিসেস ইন্ডিয়া আইকন খেতাব জিতে গর্বিত করেছেন উখড়াবাসীকে। বছর ৩২ এর সুস্মিতা সুনা দাস আদতে ওড়িশার মেয়ে। এমবিএ পাস করা সুস্মিতা বর্তমানে বেঙ্গালুরু একটি বেসরকারি সংস্থায় হিউম্যান রিসার্চ নিয়ে কাজ করেন। ২০২০ সালে তার বিয়ে হয় অন্ডালের উখড়া গ্রামের রথতলা দাসপাড়ার বাসিন্দা, দিব্যেন্দু দাসের সঙ্গে। কর্মসূত্রে দুজনেই থাকেন বেঙ্গালুরুতে।
advertisement
জানা গিয়েছে, ফ্যাশন প্রতিযোগিতায় ৩০০ জন প্রতিযোগীকে নিয়ে এই প্রতিযোগিতাটি হয় রাজস্থানের জয়পুরে। এরপর হয় চূড়ান্ত পর্যায়ের মিসেস ইন্ডিয়া আইকন প্রতিযোগিতা। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন সুস্মিতা। প্রতিযোগিতায় ছিলেন দেশের বাছাই ৮০ জন প্রতিযোগী। সবাইকে পেছনে ফেলে 'মিসেস ইন্ডিয়া আইকন ২০২২' মুকুট জিতে নিয়েছেন সুস্মিতা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : পাড়ার সুন্দরী বৌদি থেকে মিসেস ইন্ডিয়া স্বপ্নের উড়ান সুস্মিতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement