স্পেশাল স্ক্রিনিংয়ের আগে রাজাদিত্য বললেন "২০১৭ সালে বানিয়েছিলাম 'ডেথ অফ ডেথ '। মৃত্যুর মৃত্যু, বেনারসে মৃত্যুর উদযাপন ও প্রয়াত ডোম রাজাকে নিয়ে ছবিটি বিশ্বের কয়েকটি চলচিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। 'ডেথ অফ ডেথ' একটি বিরল তথ্যচিত্র, যেখানে প্রয়াত ডোম রাজার একটি দীর্ঘ এক্সক্লুসিভ সাক্ষাৎকার রয়েছে। যার আর্কাইভাল ভ্যালু আছে। 'ওয়াটারওয়ালা' সেরকমই একটি ছবি। যেখানে বিলুপ্তপ্রায় ভিস্তিদের সুখ দুঃখের কথা দেখানো হয়েছে। রয়েছে হারিয়ে যাওয়া ভিস্তি ইস্যামুল ইসলামের বিরল সাক্ষাৎকার ও ফুটেজ।"
advertisement
ভারত-ফিনল্যান্ডের যৌথ প্রযোজনায় তৈরি 'ওয়াটারওয়ালা' চিত্রগ্রহণ করেছেন সুমন শিট, গিরিধারী গড়াই, সুদীপ বড়াল। সম্পাদনা করেছেন সুমন্ত সরকার। লোকেশন সাউন্ড রেকর্ড করেছেন হিমাদ্রি আদক ও সন্দীপ রায় কর্মকার। 'ওয়াটারওয়ালা' পরিচালকের পঞ্চম ডকুমেন্টারি।"
আরও পড়ুন: সমকামী প্রেমের গান-গল্পে প্রান্তিক, অভিনেতা ঋষভের কণ্ঠে এবার রামধনু প্রেমের আবেশ
তাঁর কথায়, ''এই কাজ প্রথম শুরু করি ২০১৬-২০১৭ সালে বৌবাজারে। ভিস্তি চাচা ইসামুলকে বোঝাতে মাসের পর মাস সময় লেগেছে। শেষে বুঝেছিলেন, আমরা ওঁর জীবনের কথা পর্দায় তুলে ধরতে চাই, আর কোনও উদ্দেশ্য নেই আমাদের। আমরা পুলিশের চরও নই। কলকাতা কি দেবে ভিস্তিদের? তাঁদেরই নিজেদের গল্প 'ওয়াটারওয়ালা'। কলকাতার ভিতর যে আর একটা কলকাতা রয়েছে, সেই গল্প বলবে এই তথ্যচিত্র। ভিস্তি নিজাম সাক্কা সম্রাট হুমায়ুনের প্রাণ বাঁচান। হুমায়ুন তাঁকে একদিনের জন্যে ভারতের সম্রাট বানিয়েছিলেন। নিজাম ইতিহাস সৃষ্টি করেছিলেন ঠিকই কিন্তু আজ ভিস্তিরা ইতিহাস হতে বসেছে। ভিস্তি জীবনের অন্তিম অধ্যায়ের কবিতা যেন ওয়াটারওয়ালা।''
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তুলকালাম! মিশকার বড় পরিবর্তন! এবার সূর্যের মন কি পাবে?
প্রয়াত পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই রাজাদিত্য কবিতাও অসাধারণ। গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ 'আমি বাড়ি ফিরিনি'। তাই তাঁর সিনেমায় যে পোয়েটিক ট্রিটমেন্ট থাকবে, এ বলাই বাহুল্য। পরিচালকের ৫৬ মিনিটের এই ছবির অন্যতম সম্পদ মেটাফোর ব্যবহার। মৃত্যু, দুর্গা বিসর্জন, বিবাহ ও ভিস্তি পেশার বিসর্জন ক্লাইম্যাক্সকে অন্য মাত্রা যোগ করেছে। রাজাদিত্য আশার আলো দেখাচ্ছেন। রাজাদিত্যর বেশ কয়েকটি নির্মিত সিনেমা 'ডায়িং আর্ট অফ দ্য বহুরূপিস অফ বেঙ্গল', 'অচ্ছুৎ: দ্য আনটাচবল', 'লস্ট ফর ওয়ার্ডস' ইতিমধ্যেই সারা ফেলেছে।