সমকামী প্রেমের গান-গল্পে প্রান্তিক, অভিনেতা ঋষভের কণ্ঠে এবার রামধনু প্রেমের আবেশ
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
গানটি গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। 'পান্ডব গোয়েন্দা' সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রথম গান গাইছেন তিনি। অভিনেতা থেকে গায়কের ভূমিকায়।
#কলকাতা: আরও একবার রামধনু প্রেমের গল্প গানের সুরে। প্রেমের যে বাধা নেই, তা প্রমাণ করতে পর্দায় নামছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। আরও এক অভিনেতার কণ্ঠে এই গল্পের ছন্দে মাতবে বাংলা গানের শ্রোতারা।
সমকামী প্রেমের গল্পে অভিনয় করছেন প্রান্তিক। পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিওতে অভিনয় করছেন প্রান্তিক। গানটির নাম 'রামধনু'। পরিচালনায় অর্পণ বসাক। রামধনুর সাত রঙের ছোঁয়া থাকছে এই গল্পে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছেন শিল্পী টাইজেন রোহানের।

advertisement
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
advertisement
গানটি গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। 'পান্ডব গোয়েন্দা' সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রথম গান গাইছেন তিনি। অভিনেতা থেকে গায়কের ভূমিকায়। অন্যদিকে প্রান্তিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয় শঙ্কর সামন্তকে।
advertisement
গানটির সিনেমাটোগ্রাফি করছেন অর্ণব গুহা। গানটির সুর দিয়েছেন সমীরণ বাড়ুই। চলতি মাসে শ্যুটিং শুরু হবে কলকাতা শহরে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 9:15 AM IST