TRENDING:

আফ্রিকার জঙ্গলে কাদের মাঝে গিয়ে পড়লেন রাজ-শুভশ্রী, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে

Last Updated:

ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘‘মাসাইমারা কলিং৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আফ্রিকা বললেই মনে পড়ে ঘন জঙ্গলের কথা৷ মনে হয় এক আদিম জীবন যাপনের প্রসঙ্গ৷ জঙ্গলপ্রিয়দের স্বর্গরাজ্য আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার মাসাইমারার জঙ্গল৷ দক্ষিণ-পশ্চিম কেনিয়ায় রয়েছে সে দেশের এই সংরক্ষিত বনভূমি, পৃথিবীর সব জায়গা থেকে যেখানে বন্য জীবন প্রতক্ষ্য করতে আসনে পর্যটকরা৷ সম্প্রতি সেখানকার একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷
advertisement

ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘‘মাসাইমারা কলিং৷’’ ফলে তাঁরা ছুটি কাটাতে সেখানে গিয়েছেন, নাকি এটি আগের ভিডিও, ফের একবার যাওয়ার কথা উল্লেখ করে তিনি এটা শেয়ার করেছেন, তা স্পষ্ট নয়৷ সম্প্রতি কলকাতায় শেষ হয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ সে উৎসবের কেন্দ্রে থাকেন ব্যরাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী৷ ফলে এখন কাজ সেরে কিছুটা ছুটির মেজাজে তিনি৷

advertisement

অন্যদিকে বর্ষশেষের মেজাজে রয়েছে শুভশ্রীও৷ শীত চুটিয়ে উপভোগ করছেন তিনি৷ পরিবারকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে চিড়িয়াখানা ভ্রমণের ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী৷ সন্তানকে নিয়ে আনন্দেই দিন কাটছে এই দম্পতির৷ তার মধ্যে মাসাইরামা যাওয়ার প্ল্যানও হয়তো করে ফেলেছেন তাঁরা৷ আর সেই কারণেই এই ভিডিও৷

আরও পড়ুন: আলিপুরদুয়ারের কোদালবস্তির সিসি লাইন খুলে গেল পর্যটকদের জন্য 

advertisement

আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

ভিডিওতে দেখা যাচ্ছে, মাসাইমারার জঙ্গলের আদি বাসিন্দাদের প্রথাগত নৃত্যের একটি আয়োজন চলছে৷ দূর থেকে তা দেখে এগিয়ে আসছেন শুভশ্রী৷ গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা সেই নৃত্যগীতের অনুষ্ঠানটি করছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর সেটির বৃত্তের শুভশ্রী প্রবেশের পরেই তাঁকে মোবাইল ফোনটি দিয়ে নিজে নৃত্যরত শিল্পীদের সঙ্গে মিশে যাচ্ছেন রাজ, নাচছেনও৷ আর সেই ভিডিওই ক্যামেরা বন্দি করছেন শুভশ্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আফ্রিকার জঙ্গলে কাদের মাঝে গিয়ে পড়লেন রাজ-শুভশ্রী, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল