TRENDING:

'বিতর্ক নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই', চমক-চুমু-চর্চা পেরিয়ে জন্মদিনে রাহুল 'পজিটিভ'ই

Last Updated:

Rahul Arunoday Banerjee|| নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই আনন্দ-উদযাপনের ছবি আর ক্যাপশন দিলেন 'মাঝরাতের পাগলামি'৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'চিরদিনই তুমি যে আমার' থেকেই তাঁকে ভালবাসতে শুরু করেছিল বাংলা৷ সেদিনের সেই ছিপছিপে রোগা, আদ্যোপান্ত প্রেমিক ছেলেটি আজ অভিজ্ঞ, বিচক্ষণ৷ অভিনেতা ঠিকই, কিন্তু সমকালীন প্রেক্ষাপট, রাজনীতি, বর্তমান সময়ের দলিল কোনওটাই তাঁর ভাবনা বা জবানি থেকে এড়িয়ে যায় না৷ চোখে চোখ রেখে, শিরদাঁড়া কথা বলতেই পছন্দ করে এসেছেন তিনি৷ সম্পর্ক, বিচ্ছেদ, বন্ধুত্ব, প্রেম- কোনও বিতর্কই তিনি এড়িয়ে যাননি৷ জবাব দিয়েছেন স্পষ্ট করে৷ আজ সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন৷
জন্মদিন জমজমাট
জন্মদিন জমজমাট
advertisement

গতকালের শুটিং শেষ করা হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। ‘লাল কুঠি’ টিম ঠিক করেছিল চমকে দেবে রাহুল অরুণোদয়কে। জন্মদিনের সকালে নিউজ ১৮ বাংলাকে রাহুল জানালেন, "আমি আঁচ পেয়েছিলাম সবটাই। হঠাৎ করে টিমের সবাই বলল বিজয়া সম্মিলনী করবে৷ ওদের তো ধারণা আমার এমনি এমনি ৩৯ বছর বয়স হয়ে গিয়েছে! হঠাৎ কাল বিকালেই কেন ওদের এরকম ইচ্ছা হল আমি যেন কিছুই বুঝতে পারিনি! তবু আমি দেখালাম যে আমি সারপ্রাইজড্৷ আর উপভোগও করেছি৷ আমাকে ভালবেসে, আমার দিনটা স্পেশাল করার জন্যই তো সবটা৷ আর আমিও আমার টিমকে পাগলের মতো ভালবাসি৷ ওদের সঙ্গে যে আমার থাকতে ভাল লাগবে তাতে কোনও সন্দেহই নেই৷ শুরুটা সুন্দর হয়েছে৷ বাকি গোটা দিনটায় আরও অনের প্ল্যান রয়েছে৷"

advertisement

আরও পড়ুন: পুজোর পরও পুজোর রেশ, দীপাবলিতে দিব্যজ্যোতি এবং প্রিয়াঙ্কার 'মিলন হবে কত দিনে'

আরও পড়ুন: বাংলা মিডিয়াম বলে বিয়ে ভেঙেছে, সেই তিয়াসা যাবে নীলের স্কুলে! টক্করে প্রেমের গন্ধ

বেশ কয়েক রকমের কেক, খাবার, উপহার, পছন্দের গুটি কয়েক মানুষ যাঁরা রাহুলের কাছে সহকর্মী কম, বন্ধু বেশি তাঁদের সঙ্গেই শুরু হল সেই বিশেষ দিন৷   প্রিয় বন্ধু  রুকমাকে জড়িয়ে ধরে চুমুও খেলেন রাহুল। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই আনন্দ-উদযাপনের ছবি আর ক্যাপশন দিলেন 'মাঝরাতের পাগলামি'৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যে রাহুল এবং রুকমার ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় কথোপকথন শুরু হয়েছে৷ তবে রাহুলের স্পষ্ট জবাব, "আমি আমার বন্ধুকে যেভাবে ইচ্ছা চুমু খাব৷ কোনওরকম বিতর্কে আমার কিছু যায় আসে না৷ আর আজকের দিনে আমি এইসব বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ৷" বিকালে পুরনো বন্ধুরা আসবেন বাড়িতে৷ ঘরোয়া সেলিব্রেশন হবে৷ সেইসব নিয়েই ভাবছেন তিনি৷ আর একরাশ শুভেচ্ছা, অফুরান ভালবাসা তো আছেই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বিতর্ক নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই', চমক-চুমু-চর্চা পেরিয়ে জন্মদিনে রাহুল 'পজিটিভ'ই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল