কলকাতা : পুজো শেষ হলেও রেশ হয়ে গেছে। তাইতো পুজোর পরেও উৎসবের মরশুমে তৈরি হচ্ছে নতুন নতুন গান ও অ্যালবাম। এবার নজরে দীপাবলি। দুর্গাপুজোর পরে ই সবচেয়ে বড় উৎসব দীপাবলি। সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নতুন গানের অ্যালবাম 'মিলন হবে কত দিনে'। পরিচিত বাউল গানের এই কথা নিয়ে তৈরি হয়েছে নতুন অ্যালবাম যে মুক্তি পাবে আসন্ন দীপাবলিতে।
এবারে নতুন গানে জুটি বাঁধছেন দিব্যজ্যোতি দত্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পরিচালনায় নবাগত অর্ক কিরণ গুহ। ড্রামাটিক স্যাড এই গানের নাম ''মিলন হবে কতো দিনে"। ইতিমধ্যে গানটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এর আগে দিব্যজ্যোতি দত্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে মেগাসিরিয়ালের প্রধান চরিত্রে দেখা গিয়েছে বার বার। এই প্রথম দুজনকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। গানটির প্রযোজক হিসাবে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য নিজেই। গানটি মুক্তি পাবে এই দীপাবলিতে। গানটি গেয়েছেন অদিতি বসু।
আরও পড়ুন : প্রিয় শিক্ষককে হারাল হ্যারি ! প্রয়াত 'হ্যারি পটার' খ্যাত জনপ্রিয় অভিনেতা!
অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য জানান ''এই প্রথম আমার প্রযোজনায় প্রথম প্রজেক্ট আসছে। প্রথম থেকে চেয়েছি আমার প্রযোজনার প্রথম প্রজেক্ট খুব ভাল হোক। সেই জায়গা থেকে "মিলন হবে কত দিনে" খুব পরিচিত একটি গান। নতুন ভাবে আমরা উপস্থাপনা করছি। আশা করছি দর্শকদের ভাল লাগবে।"
আরও পড়ুন : সমুদ্রের ব্যাকড্রপে লাস্যময়ী বিকিনি, নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন রশ্মিকা
ছোট পর্দায় দিব্যজ্যোতির চকলেট লাভার বয় ইমেজ রয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কও নানা ধরনের বলিষ্ঠ অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। নতুন এই গানের অ্যালবামে দুজনেরই প্রয়াস দর্শকদের নতুন কিছু ভাল কিছু উপহার দেওয়া। তাই অ্যালবামের লুক সেট থেকে শুটিং এবং যাবতীয় খুঁটিনাটি বিষয়ে নজর রেখেছেন পরিচালক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Music album, Tollywood