Robbie Coltrane: প্রিয় শিক্ষককে হারাল হ্যারি ! প্রয়াত 'হ্যারি পটার' খ্যাত জনপ্রিয় অভিনেতা!

Last Updated:

Actor Robbie Coltrane: ৭২ বছর বয়সে প্রয়াত অভিনেতা রবি কোল্ট্রান। হ্যারি পটার ভক্তদের মন ভেঙেছে এই খবরে। কারণ গোটা হ্যারি পটার জুড়ে তাঁর অবদান ভোলার নয়! প্রিয় শিক্ষককে হারাল হ্যারি পটার!

#স্কটল্যান্ড:  শোকের ছায়া হলিউডে। হ্যারি পটার কার না দেখা। জেকে রাউলিংয়ের উপন্যাস থেকে হ্যারি পটার-এর বেশ অনেকগুলি ভাগ সিনেমা হিসেবে প্রকাশ পায়। হ্যারি পটার মুক্তির পর থেকেই সুপার হিট হয়। ৯০-এর দশকের শেষের দিকে যুব সমাজের মধ্যে সব থেকে উত্তেজনার বিষয় ছিল হ্যারি পটার। এমনকি ২০-এর দশকেও সকলে মেতে ওঠে হ্যারিপটারে। আর হ্যারি পটার মানে অবশ্যই বলতে হয় সেই ম্যাজিক স্কুলের কথা। সেখানেই ছিলেন হাফ জায়েন্ট রুবিউস হ্যাগ্রিদ। যিনি হ্যারি পটারের আটটা ভাগেই ছিলেন। ম্যাজিক স্কুলে পড়তে যাওয়া বাচ্চাদের সব থেকে ভাল বন্ধু ছিলেন তিনি। তাঁকে ভোলার নয়। হ্যাগ্রিদের আসল নাম রবি কোল্ট্রান। শুক্রবার রাতে স্কটল্যান্ডের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবারের কাছ থেকে জানা যায়, হঠাৎ করেই অসুস্থ বোধ করেন রবি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। সঠিক কারণ কিছু জানা যায়নি। তবে এই খবরে হ্যারি পটার ফ্যানেদের মন ভেঙেছে সে কথা দাবি রেখে বলা যায়।
advertisement
advertisement
৪০ বছর ধরে দাপিয়ে অভিনয় করছেন রবি। তাঁকে প্রথম দেখা যায় ১৯৯০ সালে একটি টেলিভিশন শোতে। সেখানে কৌতুক শিল্পী হিসেবে অভিনয় করেন রবি। তিনি ব্রিটিশ টেলিভিশন পুরস্কারও পান। ২০০১ সালে হ্যারিপটার-এ ফের দেখা যায় রবিকে। মাঝ খানে থিয়েটার ও টেলিভিশনে বেশ কিছু কাজ করেছেন তিনি। সিনেমাতেও দেখা গিয়েছে। তবে হ্যারিপটার সব থেকে বেশি জনপ্রিয়তা দিয়েছে তাঁকে। রবির পরিবারে রয়েছেন এক বোন, ও দুই সন্তান। স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হলিউডে!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Robbie Coltrane: প্রিয় শিক্ষককে হারাল হ্যারি ! প্রয়াত 'হ্যারি পটার' খ্যাত জনপ্রিয় অভিনেতা!
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement