তাহলে গোড়া থেকেই শুরু করা যাক! পরিচালক অরিন্দম শীলের 'ব্যোমকেশ বক্সী' সিরিজের দুটো ছবি 'হরহর ব্যোমকেশ' ও 'ব্যোমকেশ পর্ব'-তে ব্যোমকেশ-এর সহকারি ও অভিন্ন হৃদয় বন্ধু অজিতের চরিত্রে দেখা মিলেছিল ঋত্বিক চক্রবর্তীর! তাঁর স্বাভাবিক, সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। ব্যোমকেশ ওরফে আবিরের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও মানিয়েছিল বেশ! দুটো ছবিই বক্সঅফিসে বাল ব্যবসা দেয়!
advertisement
কিন্তু হঠাৎ করেই ছবির কাস্টিংয়ে বদল এল! শোনা যাচ্ছে, পরিচালকের 'ব্যোমকেশ' সিরিজের আগামী ছবিতে নাকী থাকছেন না ঋত্বিক! অজিতের চরিত্রে দেখা মিলবে রাহুল বা অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই খবর বাজারে ছড়াতেই জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়! তাহলে কি অরিন্দম শীল আর ঋত্বিকের মধ্যে এখন অার সম্পর্ক ভাল নেই? আর অজিতের চরিত্রে রাহুল অভিনয় করার পর কি আদৌ ঋত্বিক আর রাহুলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে?
প্রশ্নগুলো সহজ, উত্তরটাও জানা!