অসুস্থ মিঠুন চক্রবর্তী
Last Updated:
অসুস্থ মিঠুন চক্রবর্তী
#কলকাতা: অসুস্থ মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, মারাত্মক পিঠের ব্যাথায় ভুগছেন তিনি। দিল্লিতে একটি বেসরকারি হাপাতালে চলছে চিকিৎসার। হাসপাতাল তরফে জানানো হয়েছে, চিকিৎসায় সারা দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এর আগেও পিঠের ব্যাথায় কাবু হন মিঠুন। সেই সময় কাজ থেকে সাময়িক বিরতিও নিতে হয়েছিল। চিকিৎসা চলেছিল উটিতে।
বিগত বেশ কয়েক বছর ধরে নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে গিয়েছেন মিঠুন চক্রতর্বী। পর্দা দূরের কথা, বলিটাউনের কোনও অনুষ্ঠানেও দেখা মেলে না তাঁর। তাঁকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল সমীর চন্দর ছবি 'এক নদীর গল্প: টেল অফ আ রিভার'-এ। ছোট পর্দায় তাঁর শেষ প্রজেক্ট রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'।
advertisement
Location :
First Published :
May 15, 2018 1:09 PM IST