TRENDING:

জলদি ফিরছি ! হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন রাহুল রায়

Last Updated:

কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷ তড়িঘড়ি আশিকি তারকাকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা ৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
advertisement

সূত্রের খবর, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয় ৷ ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয় ৷ সেখান থেকে মুম্বই ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে এক ভিডিও শেয়ার করে অভিনেতা রাহুল রায় নিজেই জানালেন, তিনি একেবারেই সুস্থ ৷ আর জলদি ফিরছেন অভিনয়ে !

advertisement

১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের ৷ প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’ ৷ ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট ৷ রাহুলের গোটা কেরিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই ৷ আশিকি ছবির গান এখনও লোকের মুখে মুখে ঘোরে ৷ রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয় ৷

advertisement

আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জলদি ফিরছি ! হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন রাহুল রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল