নতুন করে সংসার করবেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়তেই দারুণ খুশি দুই অভিনেতার ভক্তরা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের ছবি। ফেসবুকে নিজেই কয়েকদিন আগে এই ছবিটি শেয়ার করেছিলেন রাহুল। সঙ্গে বিয়ের গল্প নিয়ে একটি পাঠ করে ভিডিও পোস্ট করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে।
advertisement
আরও পড়ুন: বড় খবর! ডিসেম্বরে ফের প্রাথমিকের টেট, বিজ্ঞপ্তি দিয়ে দিনক্ষণ জানাবে পর্ষদ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সাল থেকে এই দুই নাম যেন অবিচ্ছেদ্য। ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁদের প্রেমগাথার শিরোনাম যেন ১৫ বছর ধরে এই চার শব্দকে ঘিরেই। মাঝে যদিও বা ছাদ আলাদা হয়েছিল, কিন্তু মন কষাকষি হলেও বিষিয়ে যায়নি কোনও দিন। তাই ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে গেলেও আইনি বিচ্ছেদ সেরে উঠতে পারেননি। আশায় ভরসা ছিল তারকা দম্পতির।
সেই আশাই কয়েকদিন আগে পূরণ হয়েছে। নিউজ 18 বাংলাকে রাহুল জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদের যে মামলা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তারকা দম্পতির মাঝে সেই আইন আর কাঁটা হয়ে দাঁড়াতে পারল না। ছেলে সহজকে নিয়ে ফের সংসার করার জন্য প্রস্তুত তাঁরা। এক ছাদের তলায় আসতেও আর বেশি দেরি নেই বলেই খবর।