TRENDING:

Tollywood: নতুন লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন রাহুল! ‘ফতেমার’ গল্পের মোড় কোন দিকে জানালেন অভিনেতা

Last Updated:

একেবারে অন্যধারার একটি গল্পে দেখা যাবে রাহুলকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়পর্দায় আসছেন রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়ের নতুন ছবি ‘ফতেমা’৷ ধর্ম না মনুষ্যত্ব, এ দুয়ের দ্বন্দ্বে কে বড়? প্রশ্নের উত্তর খুঁজবে রাহুলের নতুন ছবি। ছবির পরিচালক আতিউল ইসলাম। পিএম মুভিজ প্রযোজিত এই ছবির গান ও অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। একেবারে অন্যধারার একটি গল্পে দেখা যাবে রাহুলকে৷

নতুন লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন রাহুল! ‘ফতেমার’ গল্পের মোড় কোন দিকে জানালেন অভিনেতা
নতুন লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন রাহুল! ‘ফতেমার’ গল্পের মোড় কোন দিকে জানালেন অভিনেতা
advertisement

ছবির গল্পের কেন্দ্র এক রিক্সা চালকের মেয়ে ফতেমাকে এবং এলাকার পুরোহিতকে ঘিরে৷ হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় রিক্সা চালানো বন্ধ হয়ে যায় এক ব্যক্তির৷ সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় মেয়ে ফতেমার পড়াশোনাও। বন্ধ হয় স্বপ্ন দেখাও। ফতেমার স্বপ্ন ছিল, লেখাপড়া করে সরকারি চাকরি পেয়ে বাবার সমস্ত কষ্ট দূর করে দেবে। কিন্তু সংসার চালানোই কঠিন হয়ে গেল এই পরিস্থিতিতে।

advertisement

আরও পড়ুন: মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?

এই সময় এলাকার পুরোহিত সাধন ঠাকুরের সান্নিধ্য পায় ফতেমা। ইতিমধ্যে বাবা মারা যায় তার৷ মাকে হারিয়েছে অনেক আগেই। ফলে পুরোপুরিভাবে পুরোহিতের বাড়িতে জায়গা হল তার। পুরোহিত ফতেমাকে বোনের মতই ভালোবাসে। ফতেমা ও পুরোহিতকে দাদার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে, ঘরের সমস্ত কাজ করে দেয়। একরকম ঠিকঠাকই চলছিল। কিন্তু সমস্যা বাঁধল অন্য দিকে । দুটি ভিন্ন ধর্মের মানুষের একটি ছাদের তলায় বসবাস ভালো চোখে নিল না৷ এরপর দুই আলাদা ধর্মের মানুষের জীবন কোন খাতে বইবে? তার উত্তর মিলবে এই ছবিতে৷

advertisement

পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে দর্শক সমাজের এক ভিন্ন রুপ দেখতে পাবে। মানুষ সবার উপরে, সেটাই এই ছবির প্রাণভ্রমরা। যেখানে দুই ভিন্ন ধর্মের ভাই বোনের পবিত্র সম্পর্ক দেখানো হয়েছে। ছবির প্রতিটি মোড়ে দেখা যাবে অনন্য টুইস্ট। আশা করছি বাঙালি সিনেমা প্রেমীদের ভাল লাগবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিনেতা রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায় জানান, ‘‘এই ছবিটি আমার অভিনীত ছবি গুলির মধ্যে ভিন্ন ধরনের চরিত্র। এর আগে আমাকে যেমন চরিত্রে সবাই দেখেছে, তার থেকে পুরোপুরি ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। একজন ব্রাহ্মণের চরিত্রে দেখা যাবে আমাকে। দর্শকদের ভাল লাগবে এই চরিত্রটি”।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: নতুন লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন রাহুল! ‘ফতেমার’ গল্পের মোড় কোন দিকে জানালেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল