Uttamkumar: মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মহানায়ক উত্তমকুমারের বহু সিনেমাকেই হিন্দিতেও দেখানো হয়েছে৷ পাশাপাশি মহানায়কের বহু সিনেমাকে নতুন করে হিন্দিতে বানানো হয়েছে৷ এমন উদাহরণও অসংখ্য৷
একসময় বাংলা ছবি বাংলার পাশাপাশি হিন্দিতেও বানানো হতো৷ সেটা ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ভিড়ে বাংলা ছবির কদর ছিল দেশজোড়া৷ সেকালের অনেক বাংলা সিনেমাকেই তাই বাইলিঙ্গুলয়াল বা দুটি ভাষায় বানানো হতো। দেবদাস(১৯৩৫), ভাগ্যচক্র (হিন্দিতে ধুপ ছাঁও), গৃহদাহ (হিন্দিতে মঞ্জিল)-সহ একাধিক সিমেমা রয়েছে এই তালিকায়৷ মহানায়ক উত্তমকুমারের বহু সিনেমাকেই হিন্দিতেও দেখানো হয়েছে৷ পাশাপাশি মহানায়কের বহু সিনেমাকে নতুন করে হিন্দিতে বানানো হয়েছে৷ এমন উদাহরণও অসংখ্য৷
বাংলায় যে অসম্ভব সফলতা পেয়েছিলেন মহানায়ক৷ বলিউডে সেই পরিমাণ সাফল্য তিনি পাননি৷ তবে তাঁর অসংখ্য হিট সিনেমাকে হিন্দিতে পুনরায় বানানো হয়েছে৷ ১৯৮০ এবং ১৯৯০ এর সময়ে বহু সিনেমাকেই হিন্দিতে বানানো হয়েছে৷ উত্তমকুমারের ‘জতুগৃহ’ থেকে বানানো হয় ‘ইজাজত’ (১৯৮৭)৷ জ্যাকি শ্রফ, নানা পাটেকর মনিষা কৈরালার মতো অভিনেত্রীরা ছিলেন৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং অপর্ণা সেন অভিনীত ‘অপরাচিতা’কেও হিন্দিতেও বানানো হয়েছে৷
advertisement
advertisement
এই তালিকায় অন্যতম বিখ্যাত হল ‘সবার উপরে’৷ উত্তমকুমারের এই বিখ্যাত সিনেমা অবলম্বনে হিন্দিতে বানানো হয় ‘কালা পানি’৷ উত্তমকুমারের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে দেব আনন্দকে৷ ‘তেরে ঘরকে সামনে’, ‘ওরা থাকে ওধারে’, ‘উত্তরায়ণ’ এবং ‘হাম দোনো’, ‘ওগো বধু সুন্দরী’র মতো বহু সিনেমাই হিন্দিতে হয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 7:49 PM IST