Uttamkumar: মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?

Last Updated:

মহানায়ক উত্তমকুমারের বহু সিনেমাকেই হিন্দিতেও দেখানো হয়েছে৷ পাশাপাশি মহানায়কের বহু সিনেমাকে নতুন করে হিন্দিতে বানানো হয়েছে৷ এমন উদাহরণও অসংখ্য৷

মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?
মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?
একসময় বাংলা ছবি বাংলার পাশাপাশি হিন্দিতেও বানানো হতো৷ সেটা ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ভিড়ে বাংলা ছবির কদর ছিল দেশজোড়া৷ সেকালের অনেক বাংলা সিনেমাকেই তাই বাইলিঙ্গুলয়াল বা দুটি ভাষায় বানানো হতো। দেবদাস(১৯৩৫), ভাগ্যচক্র (হিন্দিতে ধুপ ছাঁও), গৃহদাহ (হিন্দিতে মঞ্জিল)-সহ একাধিক সিমেমা রয়েছে এই তালিকায়৷ মহানায়ক উত্তমকুমারের বহু সিনেমাকেই হিন্দিতেও দেখানো হয়েছে৷ পাশাপাশি মহানায়কের বহু সিনেমাকে নতুন করে হিন্দিতে বানানো হয়েছে৷ এমন উদাহরণও অসংখ্য৷
বাংলায় যে অসম্ভব সফলতা পেয়েছিলেন মহানায়ক৷ বলিউডে সেই পরিমাণ সাফল্য তিনি পাননি৷ তবে তাঁর অসংখ্য হিট সিনেমাকে হিন্দিতে পুনরায় বানানো হয়েছে৷ ১৯৮০ এবং ১৯৯০ এর সময়ে বহু সিনেমাকেই হিন্দিতে বানানো হয়েছে৷ উত্তমকুমারের ‘জতুগৃহ’ থেকে বানানো হয় ‘ইজাজত’ (১৯৮৭)৷ জ্যাকি শ্রফ, নানা পাটেকর মনিষা কৈরালার মতো অভিনেত্রীরা ছিলেন৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং অপর্ণা সেন অভিনীত ‘অপরাচিতা’কেও হিন্দিতেও বানানো হয়েছে৷
advertisement
advertisement
এই তালিকায় অন্যতম বিখ্যাত হল ‘সবার উপরে’৷ উত্তমকুমারের এই বিখ্যাত সিনেমা অবলম্বনে হিন্দিতে বানানো হয় ‘কালা পানি’৷ উত্তমকুমারের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে দেব আনন্দকে৷ ‘তেরে ঘরকে সামনে’, ‘ওরা থাকে ওধারে’, ‘উত্তরায়ণ’ এবং ‘হাম দোনো’, ‘ওগো বধু সুন্দরী’র মতো বহু সিনেমাই হিন্দিতে হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uttamkumar: মহানায়কের এই ছবিগুলি হয়েছে হিন্দিতেও! অভিনয় করেছেন কারা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement