Tamannaah Bhatia: বিশ্বের ৫ম বৃহৎ হীরে তমান্নার হাতে! দাম শুনলে অবাক হবেন, কে উপহার দিলেন তাঁকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সুন্দরী তামান্নার অভিনয়ে দর্শকদের পাশাপাশি মুগ্ধ এক সুপারস্টারের স্ত্রীও৷ ভাললাগার উপহার স্বরূপ তমান্নাকে একটি উপাহারও দেন তারকা-পত্নী৷
সৌন্দর্য্য আর অভিনয় দিয়ে তিনি জয় করেছেন দক্ষিণ থেকে বলিউড৷ তমান্না ভাটিয়ার নজরকাড়া লুক আর ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও চলে চর্চা৷ ‘বাহুবলী’ থেকে ‘লাস্ট স্টোরিজ’, তমান্নার পারফরমেন্সে মুগ্ধ দর্শকমহল৷
সুন্দরী তামান্নার অভিনয়ে দর্শকদের পাশাপাশি মুগ্ধ এক সুপারস্টারের স্ত্রীও৷ ভাললাগার উপহার স্বরূপ তমান্নাকে একটি উপাহারও দেন তারকা-পত্নী৷ একটি বড় হীরের আংটি৷ তবে এই হীরে কোনও সাধারণ হীরে নয়৷ এটি হল বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরে৷
advertisement
advertisement
২০১৯ সালে দক্ষিণী সিনেমা ‘সিয়া রা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেছিলেন তামান্না৷ সুপারহিট এই ছবিতে তমান্নার পাশাপাশি দেখা গিয়েছে দক্ষিণী বহু বড় সুপারস্টারদের৷ চিরঞ্জিবি, নয়নতারা, বিজয় সেতুপতি থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো এক ঝাঁক তারকাদের উপস্থিতি ছিল এই বিখ্যাত ছবিতে৷
তবে এত তারকাদের ভিড়েও তামান্নার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী৷ যিনি সম্পর্কে চিরঞ্জীবির বৌমা৷ ভালবেসে তমান্নাকে এই বিখ্যাত হীরের আংটি উপহার দেন উপাসনা৷ ২০১৯ সালে কোটি টাকা মূল্যের এই হীরের আংটি তমান্নাকে উপহার দেন রাম চরণের স্ত্রী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 7:17 PM IST