জানা গিয়েছে, 'কলকাতা ৯৬' ছবিটি পরিচালনা করছেন রাহুল। সামনেই শুরু হবে ছবির শ্যুটিং(Rahul-Sahaj)। এই ছবিতেই প্রথম অভিনয় করতে দেখা যাবে রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজকে। রাহুল এবং প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগেই। কিন্তু সহজকে ঘিরে তাঁদের বন্ধুত্ব রয়েই গিয়েছে। এই ছবিতে ছেলেকে দেখা গেলেও প্রিয়াঙ্কাও কাজ করবেন কিনা তা এখনও খোলসা হয়নি।
advertisement
'কলকাতা ৯৬' -এর গল্প অনেকদিন ধরেই ভেবে রেখেছেন রাহুল। কিন্তু প্রযোজক পেতেও তো হবে ছবি বানাতে হলে। এবার রাহুলের এই ছবি করতে এগিয়ে এলেন রানা সরকার। তিনি প্রযোজনা করছেন এই ছবি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সে কথা জানিয়েছেন রানা সরকার। অন্যদিকে রাহুলও জানিয়েছেন ছবির কথা। ছবির চিত্রনাট্যের জন্য সহজের বয়সী একটি বাচ্চা ছেলের দরকার ছিল। এবার সেই চরিত্রের জন্য সহজকেই বেছে নিলেন রাহুল। প্রিয়াঙ্কাও ছেলের প্রেথম অভিনয় নিয়ে বেশ উৎসাহিত।
প্রসঙ্গত, রাহুল এবং প্রিয়াঙ্কার(Rahul-Sahaj) জুটি একেবারে প্রথম থেকেই দর্শকের পছন্দ ছিল। টিভির পর্দা থেকে দুইয়ে এক সঙ্গে বড় পর্দাতে জুটি বেঁধে কাজ করেন। তারপর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ সব হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের মধ্যে তিক্ততা নেই। তাই রাহুলের সিনেমা বানানো নিয়ে বেশ খুশি প্রিয়াঙ্কাও। দেখা যাক এখন এই ছবিতে তাঁকেও দেখা যায় কিনা।
আরও পড়ুন: হিন্দি ছবি বানাচ্ছেন শিবপ্রসাদ ও নন্দিতা ! বলিউডের জনপ্রিয় অভিনেতারা থাকছেন
ছবির গল্পও বেশ অন্য রকম। রাহুলের (Rahul-Sahaj)পরিচালনায় প্রথম ছবিতে উঠে আসবে এক পরিবারের গল্প। দক্ষিণ কলকাতার এক পরিবারের তিন দিনের গল্প নিয়ে ছবি তৈরি করছেন রাহুল। তিন দিনের মধ্যে একটি ছোট পরিবারে কী কী ঘটে যায় সেটাই ছবির মূল বিষয়। পাশাপাশি ১৯৯৬ সালের ২২ জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায়েরর লর্ডসে ঐতিহাসিক শতরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ছবিতে। অতএব পর্দায় এবার বাবা ছেলে কী করেন সেটাই দেখার!