TRENDING:

বিশ্বকর্মা পুজোয় কর্মীদের উৎসাহিত করার জন্য রাঘবের নতুন গান

Last Updated:

সেই থেকে প্রতিটি উৎসবের সময় একটি করে নতুন গান প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানানো হল 'স্টারমঞ্চ' কর্তৃপক্ষের তরফ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বকর্মা পুজো উপলক্ষে সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় প্রকাশ করলেন তাঁর নতুন গান, 'বিশ্বকর্মা জয়'। গানটির সুরকার ও গায়ক রাঘব। গানটি লিখেছেন রাজীব চক্রবর্তী। মূলত উৎসব উদযাপনের মাধ্যমে কর্মীদের উৎসাহিত করার গান।
advertisement

দু'বছর মানুষের জীবন ছিল চার দেওয়ালের মধ্যে। আনন্দ ছিল না। সেই ঘাটতি পূরণ করতে এ বছর শিল্পীরা বিশেষ উদ্যোগী হয়েছেন। দুর্গা পুজোর মতো বিশ্বকর্মা পুজোর গান তৈরি করলেন রাঘব। উদ্দেশ্য একটাই, মানুষকে আনন্দ দেওয়া। কারণ গান মানে এখন শুধুমাত্র শোনা নয় দেখাও বটে। তাই এই গানটিরও ভিডিও তৈরি হয়েছে। যেখানে ঘুড়ি ওড়ানো থেকে বিশ্বকর্মা পুজোর যাবতীয় ফ্লেভার দেখানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: 'ডোন্ট টাচ মি' নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল, এমন সময়ে অনুপম বলছেন 'গা ছুঁয়ে বলছি'

সারাবছর বাঙালিদের বিভিন্ন রকম উৎসবের ঘনঘটার বহর চিরকাল থেকেই রয়েছে। সেই থেকে প্রতিটি উৎসবের সময় একটি করে নতুন গান প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানানো হল 'স্টারমঞ্চ' কর্তৃপক্ষের তরফ থেকে। এই গানটিও তার ব্যতিক্রম নয় এবং এক্ষেত্রে  শ্রমিকদের বিশ্বকর্মা পুজোয় সারাদিনব্যাপী উদযাপনের মধ্যে দিয়ে এক সুন্দর সংস্কৃতি ফুটে ওঠে।

advertisement

'নয়নপথগামি', এবং ঝুলন যাত্রার সময় 'এলো কি' প্রমুখ গান প্রকাশ করা হয়েছিল "বারো মাসে তেরো পার্বন"-এর অংশ হিসাবে। প্রতিটি গানই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে।

আরও পড়ুন: বিক্রম ঘোষের সুরে ইমন-শোভনের কণ্ঠে পুজোয় আগমনী গান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ ব্যাপারে স্টারমঞ্চের তরফ থেকে জানানো হয়, এ বছর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর মতো সঙ্গীতের সুর অন্যমাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা। বিশ্বকর্মা পুজোয় বাঙালিদের ছোট ছোট আয়োজন যা উৎসবের দিনটিকে আরও সুন্দর করে তোলে সেই সমস্ত কিছুর ছোঁয়া থাকছে এই গানে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিশ্বকর্মা পুজোয় কর্মীদের উৎসাহিত করার জন্য রাঘবের নতুন গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল