Durga Puja 2022: বিক্রম ঘোষের সুরে ইমন-শোভনের কণ্ঠে পুজোয় আগমনী গান 

Last Updated:

Durga Puja 2022: শ্রোতারা গানটা ততটা উপভোগ করবেন যতটা আমরা এটা আনন্দের সাথে সৃষ্টি করেছি!" বললেন গানের সুরকার বিক্রম ঘোষ।

ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ, শোভন গঙ্গোপাধ্যায় ৷
ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ, শোভন গঙ্গোপাধ্যায় ৷
#কলকাতা: আবার এলে মাগো বিক্রম ঘোষের সুরে আগমনী গানে ইমন-শোভন-সহ আরো অনেক শিল্পীরা ৷ আশ্বিনের শারদপ্রাতে মায়ের আগমনের উৎসবের সুর তুলে আসছে 'আবার এলে মাগো' - জোনাই সিং এবং জে এস ইভেন্টসের প্রযোজনায় একটি আগমনী গান। সুগত গুহর লেখায় এবং পন্ডিত বিক্রম ঘোষের সুরারোপিত এই গানটিতে পাওয়া যাবে বাংলার কিছু শ্রেষ্ঠ সংগীতশিল্পীকে, যাদের মধ্যে রয়েছেন অর্ণব চক্রবর্তী, ইমন চক্রবর্তী, তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার, শোভন গঙ্গোপাধ্যায়, নির্মাল্য রায় প্রমুখ।
জগৎজননীর বিশ্বজোড়া ভালোবাসার আনন্দমাখা এই গানটি শোনায় মায়ের আনা আশা ও আনন্দের উপহারের কথা, যা আমাদের উৎসবমুখর মানবচেতনার পাথেয় হয়ে থাকবে।"অনেক ভালোবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছি। আমি চেয়েছিলাম গানটা শ্রুতিমধুর হোক। যাকে গানের প্রাণ বলি সেই মেলোডির সাথে গানের অন্তর্বর্তী যন্ত্রসংগীতের জায়গা গুলোতে কিছু উদ্দীপক যন্ত্রের ব্যবহার রয়েছে যা ছন্দের দিক থেকেও আকর্ষণীয়।
advertisement
গানটি লিখেছেন আমার দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় বন্ধু সুগত গুহ। তিনিই জোনাই  সিং এবং আমাকে একত্রিত করেছেন। জোনাই সিং-এর একটা নান্দনিক সংবেদনশীলতা আছে যা আজকালকার সঙ্গীত প্রযোজকদের মধ্যে খুব কমই পাওয়া যায়।গায়ক এবং যন্ত্রশিল্পীরা এই গানের সম্পদ । আমি আশাকরি শ্রোতারা গানটা ততটা উপভোগ করবেন যতটা আমরা এটা আনন্দের সাথে সৃষ্টি করেছি!" বললেন গানের সুরকার বিক্রম ঘোষ।
advertisement
advertisement
আরও পড়ুন: আর দেরি নেই, আসছে রানু মণ্ডলের বায়োপিক! দেখে নিন ফার্স্ট লুক
জেএসই  এর  ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাই সিং বলেন, “বিক্রম ঘোষের সাথে কাজ করা একটা বড় সুযোগ পাশাপাশি এক স্বতন্ত্র সম্মানের ছিল। তরুণ প্রতিভা নিয়ে কাজ করার জন্য তাঁর আগ্রহ আমার কাছে বেশ আকর্ষণীয় । সুগত এর গান, অনেক প্রতিভাবান কণ্ঠ এবং সর্বোপরি, বিক্রমের সঙ্গীত সুন্দরভাবে একত্রিত করে নিখুঁত পুজোর নস্টালজিয়া তৈরি করে।
advertisement
আরও পড়ুন:  ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণ, আগুনে দগ্ধ 'মিরাক্কেল'-এর জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি
আমি আশাবাদী গানটা শ্রোতাদের মন জয় করবে।” অন্যদিকে এই গানের গীতিকার সুগত গুহ বললেন, "এই অসাধারণ প্রয়াসটির সঙ্গে যুক্ত থাকতে
পেরে আমি ভীষণ খুশি। আমার  কথার ডালিতে মাকে বরণ করার যে আনন্দ, তা আর অন্য কিছুতে নেই। বহু গুণীজনের সমাহারে এটা এক অনন্য প্রয়াস, যার অংশ বিশেষ হতে পারাটাই গভীর আনন্দের।" গানটি আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durga Puja 2022: বিক্রম ঘোষের সুরে ইমন-শোভনের কণ্ঠে পুজোয় আগমনী গান 
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement