আর দেরি নেই, আসছে রানু মণ্ডলের বায়োপিক! দেখে নিন ফার্স্ট লুক

Last Updated:
Ranu Mondal Biopic: কেন রাণু মণ্ডলকে আশ্রয় নিতে হয়েছিল রাণাঘাট স্টেশনে! সে কথাও থাকবে বায়োপিকে!
1/6
আর দেরি নেই। রাণু মণ্ডলের বায়োপিক আসছে। ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ নাম হবে সেই বায়োপিক-এর। ফার্স্ট লুক এবার প্রকাশ্যে।
আর দেরি নেই। রাণু মণ্ডলের বায়োপিক আসছে। ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ নাম হবে সেই বায়োপিক-এর। ফার্স্ট লুক এবার প্রকাশ্যে।
advertisement
2/6
একটা সময় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল। রাণাঘাট স্টেশন থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বই। এবার তাঁরই বায়োপিক মুক্তির অপেক্ষায়।
একটা সময় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল। রাণাঘাট স্টেশন থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বই। এবার তাঁরই বায়োপিক মুক্তির অপেক্ষায়।
advertisement
3/6
বায়োপিকে ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে অভিনয় করবেন রাণু মণ্ডলের ভূমিকায়। রাণু মণ্ডলের জীবনের বিভিন্ন সময় উঠে আসবে সেই বায়োপিকে। তাঁর যৌবনের সময়, গায়িকা হয়ে ওঠা, উত্থান-পতন সবই থাকবে।
বায়োপিকে ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে অভিনয় করবেন রাণু মণ্ডলের ভূমিকায়। রাণু মণ্ডলের জীবনের বিভিন্ন সময় উঠে আসবে সেই বায়োপিকে। তাঁর যৌবনের সময়, গায়িকা হয়ে ওঠা, উত্থান-পতন সবই থাকবে।
advertisement
4/6
কেন রাণু মণ্ডলকে একটা সময় রাণাঘাট স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল, সেই ঘটনাও থাকবে বায়োপিকে। জানা যাচ্ছে এমনটাই। হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের প্রসঙ্গও থাকবে।
কেন রাণু মণ্ডলকে একটা সময় রাণাঘাট স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল, সেই ঘটনাও থাকবে বায়োপিকে। জানা যাচ্ছে এমনটাই। হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের প্রসঙ্গও থাকবে।
advertisement
5/6
হিমেশ রেশমিয়ার সঙ্গে  ‘তেরি মেরি কাহানি’ গানে গেয়েছিলেন রাণু মণ্ডল। তবে তাতেও তাঁর জীবনে বড় কোনও পরিবর্তন আসেনি। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। কিছু ইউ টিউবারের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাণু মণ্ডল। একটা সময় তিনি বলেই ফেলেছিলেন, এত লোক আসে আমার কাছে। কেই, কেউ তো খেতে দেয় না।
হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’ গানে গেয়েছিলেন রাণু মণ্ডল। তবে তাতেও তাঁর জীবনে বড় কোনও পরিবর্তন আসেনি। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। কিছু ইউ টিউবারের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাণু মণ্ডল। একটা সময় তিনি বলেই ফেলেছিলেন, এত লোক আসে আমার কাছে। কেই, কেউ তো খেতে দেয় না।
advertisement
6/6
প্রথমে শোনা গিয়েছিল, রাণু মণ্ডলের বায়োপিকের নাম হবে ‘মিস রানু মারিয়া’। তবে শেষমেশ নাম হল ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’। এই বায়োপিক-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।
প্রথমে শোনা গিয়েছিল, রাণু মণ্ডলের বায়োপিকের নাম হবে ‘মিস রানু মারিয়া’। তবে শেষমেশ নাম হল ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’। এই বায়োপিক-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।
advertisement
advertisement
advertisement