ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণ, আগুনে দগ্ধ 'মিরাক্কেল'-এর জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। সেখানেই আহত হয়েছেন রনি। আগুনে দগ্ধ আরও ৪ জন।
#ঢাকা: গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো 'মিরাক্কেল' খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। সেখানেই আহত হয়েছেন রনি। আগুনে দগ্ধ আরও ৪ জন।
জানা গিয়েছে, রনি-সহ আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রনির শরীরের ২৪ শতাংশ পুড়ে গিয়েছে। দুর্ঘটনার পর রাত ১০টার দিকে তাঁদের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজিপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। পাশেই দাঁড়িয়ে থাকা রনি-সহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল আগুনে পুড়ে যান। রনি ও কনস্টবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
advertisement
জিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, মঞ্চের পূর্ব দিকে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করেও সেগুলি ওড়াতে ব্যর্থ হন। কোনও ত্রুটির কারণে হয়তো বেলুনগুলো উড়ছিল না। পরে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান। বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পিছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে বেলুনগুলি বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আহত হন রনি-সহ কয়েকজন। তড়িঘড়ি আহতদের প্রথমে গাজিপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2022 4:18 PM IST