'ডোন্ট টাচ মি' নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল, এমন সময়ে অনুপম বলছেন 'গা ছুঁয়ে বলছি'
- Published by:Teesta Barman
Last Updated:
একদিকে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে 'ডোন্ট টাচ মি' ও 'ছুঁয়ো না ছুঁয়োও না' নিয়ে অন্যদিকে অনুপমের এই পুজোর দুষ্টু মিষ্টি প্রেমের গান কোথাও যেন সেইসব মজার মন্তব্যকে গানে গানে মোক্ষম জবাব দিচ্ছে।
#কলকাতা: এই মুহূর্তে গোটা বাংলার রাজনীতি সরগরম 'ডোন্ট টাচ মি' আবার কোথাও 'ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে' নিয়ে। নেতাদের বক্তব্য নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শেষ হচ্ছে না ট্রোলিং পর্ব। রাজনৈতিক কাদা ছোড়াছড়িও কম হচ্ছে না। সেখানে শিল্পী অনুপম রায় হঠাৎ বলে বসলেন 'গা ছুঁয়ে বলছি'।
আসলে এ বছর পুজোয় অনুপম রায় তৈরি করেছেন একটি প্রেমের গান যার কথা হল, 'গা ছুঁয়ে বলছি'। আর এমন সময় গানটি প্রকাশ্যে এসেছে যখন 'ডোন্ট টাচ মি' নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।
advertisement
advertisement
কাকতালীয়ভাবে যেদিন অনুপমের এই গানটি রিলিজ করে ঠিক সেই দিনই এই ‘ডোন্ট টাচ মি'-এর উৎপত্তি। এই নিয়ে শিল্পী অনুপম রায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ''বিষয়টি সত্যি খুবই কাকতালীয়ভাবে ঘটেছে। আমার বন্ধুবান্ধব সকলে ফোন করে একই কথা জিজ্ঞাসা করছে, তাই মজাও লাগছে। আসলে যখনই কোনও রাজনৈতিক বা আর্থ-সামাজিক টানাপড়েন চলে তখন শিল্পই বিষয়টির উপর প্রলেপ দেয়। আমার গানটি এই ক্রাইসিসে সকলকে ভেদাভেদ ভুলে নির্ভেজাল আনন্দ দেবে এমনটাই আমার আশা।''
advertisement

পুজোর সঙ্গে প্রেম বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, সেই ভাবনা থেকেই সঙ্গীত শিল্পী অনুপম এ বার পুজোয় ‘গা ছুঁয়ে বলছি’ সিঙ্গলসটি তৈরি করেছেন। যার সঙ্গে তৈরি হয়েছে এক ভিডিও। অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও অঙ্গনা রায়। যেখানে দুর্গাপুজোর উৎসবের আবহে উঠে আসছে সেই চিরাচরিত প্রেম।
advertisement
ঋতব্রতকে 'ডোন্ট টাচ মি' বনাম 'গা ছুঁয়ে বলছি' নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, 'ভেবেই মজা লাগছে চারপাশের ঘটনার সঙ্গে আমাদের গানটি এইভাবে মিলে গেল। গোটা বিষয়টি অবশ্যই কাকতালীয় হলেও একটা মোক্ষম বার্তা যেন কোথাও দিচ্ছে। আমাদের গানটি আদ্যপ্রান্ত প্রেমের গান। আর প্রেমের উপরে যে কিছু হতে পারে না সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরকে ভালোবাসুক এবং ভালোবাসার জয়জয়কার হোক সেটাই আমাদের কাছে কাম্য।' সহ-অভিনেতা ঋতব্রতকে সমর্থন করছেন অঙ্গনাও।
advertisement
একদিকে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে 'ডোন্ট টাচ মি' ও 'ছুঁয়ো না ছুঁয়োও না' নিয়ে। অন্যদিকে অনুপমের এই পুজোর দুষ্টু মিষ্টি প্রেমের গান কোথাও যেন সেইসব মজার মন্তব্য কে গানে গানে মোক্ষম জবাব দিচ্ছে।গান যে সব সময় উত্তরণের পথ দেখায় কাকতালীয়ভাবে তা আরও একবার প্রমাণিত হল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2022 10:19 AM IST