TRENDING:

'মিথিলা'হীন জন্মদিন, হঠাৎ কলকাতা ছেড়ে মেঘরাজ্যে পাড়ি জমালেন সৃজিত মুখোপাধ্যায়

Last Updated:

মিথিলা তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৪৫-এর জন্মদিন। কিন্তু পরিবারের থেকে অনেক দূরে। মেঘরাজ্যে চলছে তাঁর জন্মদিন উদযাপন। আর কলকতায় স্ত্রী, কন্যা। বৃহস্পতিবার রাত ১২টা পেরোতেই তাই ট্যুইটারে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে একটি পোস্ট করেন তাঁর স্ত্রী। বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।'
advertisement

কিন্তু জন্মদিনে মা, স্ত্রী, কন্যাকে ছেড়ে হঠাৎ মেঘরাজ্য শিলংয়ে কেন পরিচালক?

তাঁর মতো ব্যস্ত পরিচালক তো সারা বছরই দেশে বিভিন্ন কোণায় বিরাজ করেন। এ বারও তাই। শ্যুট থেকে বিরতি নেন। আর তাঁর কাছে জন্মদিন উদযাপন মানে কাজ। সে কথা নিজেই জানালেন নিউজ18 বাংলাকে।

advertisement

আরও পড়ুুন: চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের

সৃজিত বললেন, ''কাজই পার্টি আমার কাছে। কলকাতায় ফিরতে দেরি আছে। এখানে এখন কাজ চলছে। আলাদা করে কোনও পার্টিই হয়নি।'' একইসঙ্গে জানালেন, আয়রাকে খুব মিস করছেন জন্মদিনে। কিন্তু উপায় নেই। তাই ভিডিও কলেই বৃহস্পতিবার রাত ১২টা সময় কাটিয়েছেন মেয়ের সঙ্গে।

advertisement

আরও পড়ুুন: পরকীয়ার জন্যই কি ভেঙেছিল চিত্রাঙ্গদার ১৩ বছরের দাম্পত্য? দেখুন লাস্যময়ীর ভাইরাল ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু এই মুহূর্তে শিলংয়ে কিসের শ্যুটিং করছেন সৃজিত? তা খোলসা না করলেও ইতিমধ্যে তাঁর নতুন ওয়েব সিরিজের খবর রটে গিয়েছে চারদিকে। শোনা গিয়েছে, জি ফাইভের একটি 'কপ ড্রামা' বানাচ্ছেন সৃজিত। গুঞ্জন, অভিনয় করছেন সুমিত ব্যাস, রেজিনা ক্যাসিন্ড্রা, অ্যানা বেন, বরুণ সোবতি, মিতা বশিষ্ঠ, চন্দন রায়। কিন্তু সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'মিথিলা'হীন জন্মদিন, হঠাৎ কলকাতা ছেড়ে মেঘরাজ্যে পাড়ি জমালেন সৃজিত মুখোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল