দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ ভরা থাক স্মৃতি শুধায়ে’ চিত্রাঙ্গদা, শ্যামা,চণ্ডালিকার এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ ,চাওয়া-পাওয়া নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা সোমদত্তা মুখার্জী ।
আরও পড়ুন-আলিয়া-ক্যাটরিনা নয়, ফের এই প্রাক্তন প্রেমিকার কাছাকাছি আসছেন রণবীর, বলুন তো কে তিনি?
advertisement
আরও পড়ুন- ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘ দেনা পাওনা ‘ নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের ‘Azadi ka Amrit Mahotsav’-এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষ থেকে এষা সেনগুপ্ত জানান,’আমাদের জোরকদমে মহড়া চলার পর অনুষ্ঠিত হল এক মনোগ্রাহী অনুষ্ঠান। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভাল লেগেছে। রবীন্দ্রনাথ বিশ্বের কবি অনুষ্ঠান চলাকালীন সেটাই বারে,বারে মনে হচ্ছিল।’