TRENDING:

Rabindra Jayanti: নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

Last Updated:

Rabindra Jayanti: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী । বঙ্গীয় পরিষদ এর সভাপতি শ্রী মধুসূদন দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পরিষদ এর কালচারাল কমিটি উপহার দিল এক সুন্দর সন্ধ্যা ৬মে-তে। অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হল। তারপর প্রথম পর্যায়ে ছিল চলচ্চিত্রে রবিঠাকুরের গান এর ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য ‘গানের ওপারে’।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট রচনা করেছিলেন এষা সেনগুপ্ত । পরিচালনা করেন দুবাই এর খ্যাতনামা সংগীতশিল্পী সোমদত্তা বসু ।
 নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
advertisement

দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ ভরা থাক স্মৃতি শুধায়ে’ চিত্রাঙ্গদা, শ্যামা,চণ্ডালিকার  এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ ,চাওয়া-পাওয়া নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা  সোমদত্তা মুখার্জী ।

আরও পড়ুন-আলিয়া-ক্যাটরিনা নয়, ফের এই প্রাক্তন প্রেমিকার কাছাকাছি আসছেন রণবীর, বলুন তো কে তিনি?

advertisement

আরও পড়ুন- ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনুষ্ঠানের সমাপ্তি  ঘটে ‘ দেনা পাওনা ‘ নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের ‘Azadi ka Amrit Mahotsav’-এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষ থেকে এষা সেনগুপ্ত জানান,’আমাদের জোরকদমে মহড়া চলার পর অনুষ্ঠিত হল এক মনোগ্রাহী অনুষ্ঠান। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভাল লেগেছে। রবীন্দ্রনাথ বিশ্বের কবি অনুষ্ঠান চলাকালীন সেটাই বারে,বারে মনে হচ্ছিল।’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rabindra Jayanti: নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল