সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অনুরাগ শুক্রবার লিখলেন, ‘এফটিআইআই-এর প্রধান এবং সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ার জন্য অভিনেতা আর মাধবনজিকে আন্তরিক অভিনন্দন। এই বিষয়ে নিশ্চিত যে আপনার অসীম অভিজ্ঞতা এবং গভীর মূল্যবোধ এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানের দিক থেকে অনেকটাই উচ্চতায় পৌঁছে দেবে। শুভেচ্ছা জানাই।’
advertisement
পোস্ট শেয়ার করে অনুরাগ ঠাকুরকে আবার ধন্যবাদ জানিয়েছেন মাধবন। এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অভিনেতা লিখেছেন, ‘এই সম্মান এবং আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। সকলের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব।’ এফটিআইআই-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দু’টি পোস্ট শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: শিকড়ের টানে ফের বাংলা ছবিতে শর্মিলা, এবার সারথি ঋতুপর্ণা-ইন্দ্রনীল, শহরে তারকাদের মেলা
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মাধবন পরিচালিত প্রথম ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ জাতীয় পুরস্কার পেয়েছে। তার পরেই এই ঘোষণা। এর আগে বলিউড থেকে দক্ষিণে একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘রহেনা হ্যাঁয় তেরে দিল মে’, ‘রং দে বসন্তি’, ‘থ্রি ইডিয়টস’ ছাড়াও ‘বিক্রম বেদা’, ‘কান্নাথিল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছে।