Sharmila Tagore in Kolkata : শিকড়ের টানে ফের বাংলা ছবিতে শর্মিলা, এবার সারথি ঋতুপর্ণা-ইন্দ্রনীল, শহরে তারকাদের মেলা

Last Updated:
Sharmila Tagore in Kolkata : মায়ের চরিত্র শর্মিলা ঠাকুর আর মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তএবংও জামাইয়ের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ।
1/5
দেখতে দেখতে মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। কিন্তু আর বাংলা ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। শেষ তাঁকে দেখা গিয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’-এ। এবার ফিরছেন ‘পুরাতন’-এর হাত ধরে। কান্ডারী ঋতুপর্ণা সেনগুপ্ত। কারণ ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় তৈরি হতে চলেছে বাংলা ছবি ‘পুরাতন’।
দেখতে দেখতে মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। কিন্তু আর বাংলা ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। শেষ তাঁকে দেখা গিয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’-এ। এবার ফিরছেন ‘পুরাতন’-এর হাত ধরে। কান্ডারী ঋতুপর্ণা সেনগুপ্ত। কারণ ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় তৈরি হতে চলেছে বাংলা ছবি ‘পুরাতন’।
advertisement
2/5
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। ছবিতে থাকছেন ঋতুপর্ণা নিজে এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ও। মূলত মা ও মেয়ের গল্প। মায়ের চরিত্র শর্মিলা ঠাকুর আর মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তএবংও জামাইয়ের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। কলকাতায় এসে ইন্দ্রনীল ও ঋতুপর্ণাকে পাশে নিয়ে এই ছবির কথা প্রকাশ্যে আনলেন শর্মিলা।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। ছবিতে থাকছেন ঋতুপর্ণা নিজে এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ও। মূলত মা ও মেয়ের গল্প। মায়ের চরিত্র শর্মিলা ঠাকুর আর মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তএবংও জামাইয়ের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। কলকাতায় এসে ইন্দ্রনীল ও ঋতুপর্ণাকে পাশে নিয়ে এই ছবির কথা প্রকাশ্যে আনলেন শর্মিলা।
advertisement
3/5
তাঁর কথায়, ‘‘বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব যখনই পাই তখনই বেশ ভাল লাগে। তবে ভাল চিত্রনাট্যের আশায় মুখিয়ে থাকি। প্রায় ১৪ বছর পর সুমন যখন আমাকে এই ছবির চিত্রনাট্য শোনালেন, আর আমি না করতে পারলাম না। কারণ ছবির গল্প সত্যি আমার মনকে নাড়া দিয়েছে। কোথাও যেন আমার মনে হল এই ছবিটা আমার করা উচিত। আর পাশে ঋতুপর্ণাকে পেলাম। ওর হাত ধরেই আবার এতদিন পর আমার নিজের প্রিয় জায়গা কলকাতায় ছবি করতে চলে এলাম।’’
তাঁর কথায়, ‘‘বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব যখনই পাই তখনই বেশ ভাল লাগে। তবে ভাল চিত্রনাট্যের আশায় মুখিয়ে থাকি। প্রায় ১৪ বছর পর সুমন যখন আমাকে এই ছবির চিত্রনাট্য শোনালেন, আর আমি না করতে পারলাম না। কারণ ছবির গল্প সত্যি আমার মনকে নাড়া দিয়েছে। কোথাও যেন আমার মনে হল এই ছবিটা আমার করা উচিত। আর পাশে ঋতুপর্ণাকে পেলাম। ওর হাত ধরেই আবার এতদিন পর আমার নিজের প্রিয় জায়গা কলকাতায় ছবি করতে চলে এলাম।’’
advertisement
4/5
৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনে শুরু হবে এই ছবির শ্যুটিং। শুধু কলকাতা নয় আরও বেশ কিছু জায়গাতে এই ছবির লোকেশন। সঙ্গীতের পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। পরিচালক এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর ‘কাবুলিওয়াল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তাই শর্মিলার পাশে এদিন তাঁকে দেখা যায়নি। তবে খুব শিগগিরই এই ছবির কাজে হাত দেবেন তিনি।
৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনে শুরু হবে এই ছবির শ্যুটিং। শুধু কলকাতা নয় আরও বেশ কিছু জায়গাতে এই ছবির লোকেশন। সঙ্গীতের পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। পরিচালক এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর ‘কাবুলিওয়াল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তাই শর্মিলার পাশে এদিন তাঁকে দেখা যায়নি। তবে খুব শিগগিরই এই ছবির কাজে হাত দেবেন তিনি।
advertisement
5/5
ইন্দ্রনীলও বেজার খুশি এই ছবিতে কাজ করার অফার পেয়ে। তিনি জানান, তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল সুমনের সঙ্গে কাজ করার। ঋতুপর্ণার সঙ্গেও দীর্ঘদিনের পরিচিতি। সুতরাং এমন একটি কমফোর্ট জোনে কাজ করার প্রস্তাব পেয়ে তিনি বেশ আনন্দিত। শর্মিলা ঠাকুরকে কাস্ট করে প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত বড় চমক দিয়েছেন। আর কী কী নতুন চমক অপেক্ষা করছে ‘পুরাতন’কে ঘিরে, তা সময় বলবে।
ইন্দ্রনীলও বেজার খুশি এই ছবিতে কাজ করার অফার পেয়ে। তিনি জানান, তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল সুমনের সঙ্গে কাজ করার। ঋতুপর্ণার সঙ্গেও দীর্ঘদিনের পরিচিতি। সুতরাং এমন একটি কমফোর্ট জোনে কাজ করার প্রস্তাব পেয়ে তিনি বেশ আনন্দিত। শর্মিলা ঠাকুরকে কাস্ট করে প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত বড় চমক দিয়েছেন। আর কী কী নতুন চমক অপেক্ষা করছে ‘পুরাতন’কে ঘিরে, তা সময় বলবে।
advertisement
advertisement
advertisement