গত ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে পক্ষাঘাতে আক্রান্ত হন নিশা। সেপ্টেম্বর মাসে প্রথম বার তাঁর স্বামী সঞ্জয় আর্থিক অনটনের কথা সকলকে জানান। আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান। তখন ইন্ডাস্ট্রির কয়েক জন শিল্পী রমেশ টরানি, সুরভী চান্দনা, গুল খান তাঁদের অর্থসাহায্য করেছিলেন।
আরও পড়ুন: অকালে অভিনেত্রীর মৃত্যু, নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
advertisement
দুটি বছর ধরে টানা তাঁর চিকিৎসা চলে। কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। চলতি বছর মে মাসে আবারও একটি অ্যাটাক হয় তাঁর। সঞ্জয় জানান, নিশার মৃত্যুর পর তাঁর পরিবার যে ভাবে অভিনেত্রীকে হারানোর যন্ত্রণায় ভুগছে, একইসঙ্গে প্রবল আর্থিক কষ্টের সঙ্গে বোঝাপড়া করছে। নিশা এবং সঞ্জয়ের দুই সন্তান। ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের ১৮ বছর হয়েছে। মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে মায়ের যত্ন নিচ্ছিলেন।
আরও পড়ুন: নিজেই আগুন, ওকে পোড়ায় কার সাধ্য? গ্যাসবেলুন বিস্ফোরণে দগ্ধ রনিকে নিয়ে মীর
জীবনের শেষ কয়েকটা দিন ভাল করে খেতেও পারেননি গলার সংক্রমণের কারণে। তরল খাবার খাচ্ছিলেন কেবল। কিন্তু জন্মদিনের দিন খুব আনন্দে ছিলেন। কথা বলতে না পারলেও পরিবারের সঙ্গে জন্মদিন পালন করায় খানিক যেন সুস্থ বোধ করছিলেন। সঞ্জয় তাঁর পছন্দের বেসনের লাড্ডু এনে দিলে তিনি খেয়েওছিলেন।