সুশান্তের মৃত্যু রহস্যে নাম জড়িয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। আর তাতেই কালিমালিপ্ত হয়েছিল পুরুলিয়া। অবশেষে সুশান্তের মৃত্যুর ৫ বছর পর কলঙ্কমুক্তি হয়েছে পুরুলিয়ার। কারণ রিয়ার পৈত্রিক বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার তুনতুড়িতে। আর ঠিক সেই কারণেই চাঞ্চল্যকর ওই মামলায় পাঁচ বছর আগে বারে বারে নাম জড়িয়েছিল পুরুলিয়ার। এবার তার থেকে মিলল নিষ্পত্তি। সম্প্রতি যথাযথ প্রমাণের অভাবে সুশান্ত মামলা বন্ধ করেছে সিবিআই। শনিবার তারই চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেন জানানো হয়েছিল।
advertisement
সিবিআই-এর চূড়ান্ত রিপোর্ট তাতেই শিলমোহর দিয়েছে। আর তাতেই এই মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিতে রিয়ার পরিবার-সহ পুরুলিয়ার তুনতুড়ি এলাকার প্রতিবেশীরা। এ বিষয়ে তুনতুড়ির বাসিন্দারা বলেন, রিয়া খুব ছোটবেলায় পুরুলিয়ার এই বাড়িতে এসেছিল। তারপর থেকে আর আসেনি। তবুও সে তাদের গ্রামের মেয়ে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিয়াকে নির্দোষ বলে মেনে নিয়েছে সেখানে তাদের আর বিশেষ কিছুই বলার থাকে না। তাদের গ্রামের মেয়ে নির্দোষ প্রমাণিত হয়েছে এতে তারা ভীষণই খুশি। এই খবর পেয়ে তাদের খুবই ভাল লাগছে।
পুরুলিয়ার তুনতুড়িতে বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় মাত্র ছয় বছর বয়সে পা রেখেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তারপর থেকে সে আর কখনওই পুরুলিয়া মুখী হয়নি। তুনতুড়ি এলাকায় তাদের পরিবার দেওয়ানি পরিবার নামেই পরিচিত। এলাকায় রয়েছে তাদের যথেষ্ট খ্যাতি। তাই ২০২০ সালের ১৪-ই জুন যখন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে রিয়ার নাম জড়িয়ে ছিল তাতে কালিমালিপ্ত হয়েছিল পুরুলিয়া। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিয়াকে ক্লিনচিট দেওয়ায় খুশির জোয়ার তুনতুড়িবাসীদের মনে।
শর্মিষ্ঠা ব্যানার্জি