Bollywood Actor Hospitalised: শ্যুটিং সেটেই বিরাট দুর্ঘটনা! জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, তড়িঘড়ি ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Hospitalised: বিনোদন জগতে ফের খারাপ খবর৷ শ্যুটিং সেটের মধ্যেই আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা আসিফ শেখ৷ শেখের একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ঘটনাটি ঘটে।
মুম্বই: বিনোদন জগতে ফের খারাপ খবর৷ শ্যুটিং সেটের মধ্যেই আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা আসিফ শেখ৷ শেখের একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ঘটনাটি ঘটে। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হ.৷
‘ভাবি জি ঘর পর হ্যায়’-তে বিভূতি নারায়ণ মিশ্রের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত প্রবীণ অভিনেতা আসিফ শেখ, দেরাদুনে শুটিং চলাকালীন হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন। অভিনেতাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর, উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়।
advertisement
advertisement
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা৷ তবে এখন পর্যন্ত শেখের পরিবার এবং ‘ভাবি জি ঘর পর হ্যায়’-এর নির্মাতারা তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি। এই খবর জানাজানি হতেই তারকার ভক্তরা সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷ ২০১৫ সালে আত্মপ্রকাশের পর থেকে, ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের সাফল্যের একটি অবিচ্ছেদ্য অংশ শেখ । তার পাশাপাশি সিটকমে রোহিতাশ্ব গৌর, শুভাঙ্গী আত্রে,বিদিশা শ্রীবাস্তব এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
advertisement
আরও পড়ুন-দাদা রাজ কাপুরের সঙ্গে গদগদ প্রেম, লোকলজ্জা ভুলে ভাইকে ‘চুমু’ খেতে চাইলেন নার্গিস, তারপর যা হল…
টেলিভিশনের বাইরে, আসিফ শেখ ‘ইয়েস বস’, ‘করণ অর্জুন’, ‘জোডি নং ১’, ‘পহেলি’, ‘ভারত’, এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে একটি চিত্তাকর্ষক কেরিয়ার গড়ে তুলছেন। উল্লেখযোগ্যভাবে, তিনি একটি একক চলমান টিভি শো-‘ভাবি জি ঘর পার হ্যায়’-এ ৩০০-টিরও বেশি ভিন্ন চরিত্রে অভিনয় করার রেকর্ড করেছেন। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্বাস্থ্যের আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 10:36 AM IST