প্রিয়াঙ্কা: সায়ন্তর সঙ্গে আমার বন্ধুত্ব ২০১৮ সাল থেকে। ও আমার সবথেকে কাছের বন্ধু। ইন্ডাস্ট্রি হোক বা বাইরে। একমাত্র মানুষ যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি।
প্রশ্ন: পর্দায় তো সায়ন্তর শ্যালিকা আপনি, 'আধি ঘরওয়ালি' তার মানে?
প্রিয়াঙ্কা: (হেসে) শ্যালিকা না? ঠিক। তা হলে তো ওর জুতো চুরি করে টাকা আদায় করতেই হবে!
advertisement
আরও পড়ুন: টলিউডে খুশির খবর, মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়
প্রশ্ন: তার মানে আপনাদের আলাপ 'খড়কুটো' ধারাবাহিক থেকে নয়...
প্রিয়াঙ্কা: না না। ২০১৮!
প্রশ্ন: এক ধারাবাহিকে আসার পর কি আরও গাঢ় হয়েছে বন্ধুত্ব?
প্রিয়াঙ্কা: সেটে সায়ন্তর সঙ্গে বরং খুব বেশি দেখাই হয় না। আলাদা আলাদা সময়ে শ্যুট থাকে আমাদের।
প্রশ্ন: ২০১৮ সাল থেকে বন্ধুত্ব, কিন্তু পর্দার 'চিনি'র সঙ্গে তাঁকে বেশি দেখা যায়নি কেন সোশ্যাল মিডিয়ায়?
প্রিয়াঙ্কা: আমাদের যখনই দেখা হয়েছে, প্রচুর আড্ডা, আলোচনায় মজে গিয়েছি। যার ফলে ছবি তোলার কথা কোনও দিন মনেই পড়েনি।
প্রশ্ন: সেই সময় তো সায়ন্ত এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রেম চলছে...
প্রিয়াঙ্কা: সায়ন্তর জীবনের সব ওঠাপড়ার সাক্ষী ছিলাম। ও আমার ক্ষেত্রে তাই ছিল।
প্রশ্ন: দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদের পর নাকি শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত... তখনও আপনারা কেবল বন্ধু?
প্রিয়াঙ্কা: অনেকেই বলেন এটা। কিন্তু আমি যত দূর জানি, শ্রীমা আর সায়ন্ত খুব ভাল বন্ধু। ওদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। এটা হলে সবার আগে আমি জানতাম।
আরও পড়ুন: 'কই, ছেলেদের তো এত কথা বলাই হয় না', বিয়ে নিয়ে বিস্ফোরক তনুশ্রী!
প্রশ্ন: আপনারা কি প্রেম করছেন তবে?
প্রিয়াঙ্কা: (হেসে) এই রে। প্রেম? যদি কিছু থেকে থাকে অবশ্যই বলব। কিছু দিন পরেই না হয় বলি।
প্রশ্ন: কিছু দিন পর কেন?
প্রিয়াঙ্কা: কথায় বলে না, লগ্ন দেখে সব করতে হয় (হেসে)।
প্রশ্ন: শেষ প্রেম কবে ভেঙেছে?
প্রিয়াঙ্কা: ছিল কি? ভাবতে হবে। মনে নেই একদম।
প্রশ্ন: আপাতত নতুনের জন্য অনেক শুভেচ্ছা...
প্রিয়াঙ্কা: (লজ্জায় হেসে উঠে) দেখা যাক কী হয়।