সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ছোট্ট মালতী মেরি খুব ভালবাসে মটর পনির এবং বিরিয়ানি৷ এই টুকু বয়স থেকেই মশলাদার ভারতীয় খাবারের ভক্ত হয়ে উঠেছে প্রিয়ঙ্কা-কন্যা৷ প্রসঙ্গত ২০১৮ সালে জয়পুরের বিখ্যাত উমেইদ ভবনে বিয়ে করেন প্রিয়ঙ্কা এবং নিক৷ চার বছর পর সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ পান প্রিয়ঙ্কা৷ জন্ম হয় তাঁদের একমাত্র কন্যাসন্তানের৷ সম্প্রতি প্রিয়ঙ্কা জানিয়েছেন ৩০ বছর বয়সেই তিনি তাঁর মা স্ত্রী রোগ বিশেষজ্ঞ মধু চোপড়ার পরামর্শে নিজের ডিম্বাণু সংরক্ষণ তথা হিমায়িত করিয়ে রেখেছিলেন৷
advertisement
আরও পড়ুন : পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের
কিছু দিন আগেই মুম্বই থেকে সপরিবারে ঘুরে গেলে প্রিয়ঙ্কা৷ অংশ নেন মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনেও। এই শিল্পকলা কেন্দ্রের উচ্ছ্বসিত প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রিয়ঙ্কা। পাশাপাশি তিনি অংশ নেন সিটাডেল-এর প্রচারেও। সামাজিক মাধ্যমের ছবি বলছে তুতো বোন পরিণীতির সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা৷
তবে স্বামী ও মেয়ের সঙ্গে প্রিয়ঙ্কার ভারতে আগমনের পিছনে পারিবারিক উপলক্ষের প্রসঙ্গও চর্চিত হয়েছে। মনে করা হয়েছে, তিনি বোন পরিণীতির সম্ভাব্য বিয়ে উপলক্ষেই এসেছেন। কিন্তু এই গুঞ্জনে কোনও শিলমোহর এখনও পড়েনি।