মেট গালা ২০২৩-এর মঞ্চে কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে ১১.৬ ক্যারেটের হিরের নেকলেস পরেছিলেন বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া৷ যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে৷ হিরের নেকলেসটি বুলগারি থেকে নেওয়া হয়েছে৷ এই নেকলেসের দাম শুনলে চোখ কপালে উঠবে৷ ভাইরাল টুইটে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার হিরের নেকপিসটির দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার৷ যার দাম প্রায় ২০৪ কোটি টাকা৷ আরও জানা গিয়েছে ২০৪ কোটির এই নেকলেসটি মেট গালার পরে নিলামে উঠতে চলেছে৷
advertisement
কালো রঙের ভ্যালেন্টিনো গাউনে সকলের নজরের কেড়ে নিয়েছেন নিক ঘরনি৷ এই নিয়ে তৃতীয়বার মেট গালার মঞ্চে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷ নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷ প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামারাস লুক ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন-'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন
আরও পড়ুন-নিক না প্রিয়াঙ্কা! কে বেশি নজরকাড়া? রেড কার্পেটে দেশি গার্লের বোল্ড লুকে ঘুম উড়ল ভক্তদের
উল্লেখ্য, ২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ হাতে হাত দিয়ে একসঙ্গে ছবিতে পোজ দিয়েছেন তারকা দম্পতি৷ ইতিমধ্যেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে আমেরিকান ওয়েব সিরিজ 'সিটাডেল'-এ দেখা গেছে৷ অ্যাকশন থ্রিলার সিরিজটির জন্য দর্শকদের থেকে সাড়া পাচ্ছেন৷ এছাড়াও পরবর্তী বলিউড ছবি 'জি লে জারা'-তেও দেখা যাবে দেশি গার্লকে।