TRENDING:

Priyanka Chopra: শুধুমাত্র নেকলেসের দাম ২,০৪,০০,০০,০০০ টাকা! প্রিয়াঙ্কার কীর্তি অবাক করবে আপনাকে

Last Updated:

Priyanka Chopra: মেট গালা ২০২৩-এর মঞ্চে কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে ১১.৬ ক্যারেটের হিরের নেকলেস পরেছিলেন বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া৷ যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ প্রতিবারের মতো এবারও মেট গালার মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷ কালো গাউনের সঙ্গে হিরের নেকলেস, ম্যাচিং করা কানের দুল বেশ নজর কেড়েছে৷ তবে সবকিছুর মধ্যে প্রিয়াঙ্কার গলার হিরের নেকলেসে সকলের চোখ আটকে গেছে৷
advertisement

মেট গালা ২০২৩-এর মঞ্চে কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে ১১.৬ ক্যারেটের হিরের নেকলেস পরেছিলেন বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া৷ যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে৷ হিরের নেকলেসটি বুলগারি থেকে নেওয়া হয়েছে৷ এই নেকলেসের দাম শুনলে চোখ কপালে উঠবে৷ ভাইরাল টুইটে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার হিরের নেকপিসটির দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার৷ যার দাম প্রায় ২০৪ কোটি টাকা৷ আরও জানা গিয়েছে ২০৪ কোটির এই নেকলেসটি মেট গালার পরে নিলামে উঠতে চলেছে৷

advertisement

কালো রঙের ভ্যালেন্টিনো গাউনে সকলের নজরের কেড়ে নিয়েছেন নিক ঘরনি৷ এই নিয়ে তৃতীয়বার মেট গালার মঞ্চে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷ নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷ প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামারাস লুক ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

advertisement

আরও পড়ুন-'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন

আরও পড়ুন-নিক না প্রিয়াঙ্কা! কে বেশি নজরকাড়া? রেড কার্পেটে দেশি গার্লের বোল্ড লুকে ঘুম উড়ল ভক্তদের

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

উল্লেখ্য, ২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ হাতে হাত দিয়ে একসঙ্গে ছবিতে পোজ দিয়েছেন তারকা দম্পতি৷ ইতিমধ্যেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে আমেরিকান ওয়েব সিরিজ 'সিটাডেল'-এ দেখা গেছে৷ অ্যাকশন থ্রিলার সিরিজটির জন্য দর্শকদের থেকে সাড়া পাচ্ছেন৷ এছাড়াও পরবর্তী বলিউড ছবি 'জি লে জারা'-তেও দেখা যাবে দেশি গার্লকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: শুধুমাত্র নেকলেসের দাম ২,০৪,০০,০০,০০০ টাকা! প্রিয়াঙ্কার কীর্তি অবাক করবে আপনাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল