Radhika Apte: 'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Radhika Apte: সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো 'দেশি ভাইবস'- এ উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে৷ পড়াশোনা, কেরিয়ার, ওটিটিতে অভিনয় সব নিয়েই মুখ খোলেন অভিনেত্রী৷
advertisement
advertisement
রাধিকাকে শেহনাজ প্রশ্ন করেন, 'সাহসী দৃশ্যে কীভাবে এত সুন্দর করে অভিনয় করেন?' রাধিকা জবাবে বলেন, 'আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হল, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি,তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত'।
advertisement
advertisement