রাধিকাকে শেহনাজ প্রশ্ন করেন, 'সাহসী দৃশ্যে কীভাবে এত সুন্দর করে অভিনয় করেন?' রাধিকা জবাবে বলেন, 'আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হল, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি,তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত'।