মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের ভ্যালেন্টিনো গাউনে সকলের নজরের কেড়ে নিয়েছেন নিক ঘরনি৷ এই নিয়ে তৃতীয়বার মেট গালার মঞ্চে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷
2/ 5
কালো পোশাকের সঙ্গে হিরের নেকলেস, ম্যাচিং করা কানের দুল বেশ নজর কেড়েছে৷ হাতে পরেছিলেন ওপেরা গ্লাভস, উঁচু হিলের ভ্যালেন্টিনো ব্ল্যাক পাম্পস, চুলে উচু করে বাঁধা বান৷ প্রিয়াঙ্কার এই লুকে দেখে প্রশংসা বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷
3/ 5
নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷
4/ 5
কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷
5/ 5
২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷
Met Gala 2023: নিক না প্রিয়াঙ্কা! কে বেশি নজরকাড়া? রেড কার্পেটে দেশি গার্লের বোল্ড লুকে ঘুম উড়ল ভক্তদের
নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷
Met Gala 2023: নিক না প্রিয়াঙ্কা! কে বেশি নজরকাড়া? রেড কার্পেটে দেশি গার্লের বোল্ড লুকে ঘুম উড়ল ভক্তদের
২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷