TRENDING:

Priyanka Chopra: ছিঃ ছিঃ! প্রকাশ্যেই বাতকর্ম,তারপর যা হল...প্রিয়াঙ্কার কীর্তি শুনলে চমকে উঠবেন

Last Updated:

Priyanka Chopra: আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়েই ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ প্রকাশ্যে এই কাণ্ড ঘটালেও সেদিন কেউ টের পাননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের গন্ডি পেরিয়ে এখন হলিউডের পরিচিত মুখ তিনি৷ সংসার-সন্তান সবটা সামলে অভিনয়টাও সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তার উপর কোলে এসেছে মেয়ে মালতী৷ কর্মজগতের ব্যস্ততার মধ্যেও তাকে নিয়েও সময় কাটছে প্রিয়াঙ্কার৷ তবে এত ভাল স্মৃতির মধ্যে এমন কিছু ঘটনা মনে থেকে গেছে, যা জীবন থেকে মুছে ফেলতে চান নায়িকা৷
advertisement

প্রিয়াঙ্কা এক অনুষ্ঠানে এসে জানান, মেক্সিকান খাবারে এমনিতেই ঝাল-মশলা অনেক বেশি থাকে৷ একথা কম-বেশি সকলেই জানেন৷ আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়েই ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ প্রকাশ্যে এই কাণ্ড ঘটালেও সেদিন কেউ টের পাননি৷ নিজেই সেকথা স্বীকার করেছেন৷ তবে এটাও জানিয়েছেন, এই ঘটনা তিনি মনে রাখতেও চান না৷

আরও পড়ুন-‘এরকম একটা আমারও চাই’, মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন

advertisement

আরও পড়ুন-পাগলের মতো অবস্থা, জেলে বসে কাতরাচ্ছেন সুকেশ, কোন বড় চমকের ইঙ্গিত দিলেন জ্যাকলিনকে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিনকয়েক আগেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা৷ এই শো মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ প্রতিবারের মতো এবারও মেট গালার মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷ কালো গাউনের সঙ্গে হিরের নেকলেস, ম্যাচিং করা কানের দুল বেশ নজর কেড়েছে৷ তবে সবকিছুর মধ্যে প্রিয়াঙ্কার গলার হিরের নেকলেসে সকলের চোখ আটকে গেছে৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে আমেরিকান ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ দেখা গেছে৷ অ্যাকশন থ্রিলার সিরিজটির জন্য দর্শকদের থেকে সাড়া পাচ্ছেন৷ এছাড়াও পরবর্তী বলিউড ছবি ‘জি লে জারা’-তেও দেখা যাবে দেশি গার্লকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: ছিঃ ছিঃ! প্রকাশ্যেই বাতকর্ম,তারপর যা হল...প্রিয়াঙ্কার কীর্তি শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল