মা হওয়ার জন্য সারোগেসির সাহায্য নেওয়ার জন্য বিভিন্ন ভাবে কুমন্তব্যে বিদ্ধ করা হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: আমি নাকি গর্ভ ভাড়া নিয়েছি রেডিমেড বেবি পেতে! সারোগেসি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাহরুখ-প্রিয়াঙ্কার শরীরের গোপন রহস্য, জোর করে জোয়ান সাজেন, কে করলেন মারাত্মক দাবি
advertisement
সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খোলেন প্রিয়াঙ্কা। ব্রিটিশ ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এউই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার! আর সেই সময়ে এগুলো শুনতে হচ্ছে, যখন ডাক্তাররা ওর শরীরে ধমনী খুঁজে চলেছেন! ছোট্ট হাত দু’টো ধরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক, ওকে আমি গসিপে পরিণত হতে দেব না। কারণ এটা তো কেবল আমার জীবনের বিষয় নয়, ওরও জীবন এটা।’’
কিন্তু কেন তিনি সারোগেসির সাহায্য নিয়েছিলেন এবং মেয়ের জন্মের পর তাঁর প্রাণসংশয় হয়েছিল কেন, সেসব নিয়েও কথা বলেন বলি তারকা।
প্রিয়াঙ্কার কথায়, “আমার অনেক রকম শারীরিক সমস্যা ছিল। সারোগেসি ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু মালতী যখন জন্মায়, আমি তখন অপারেশন রুমে। দেখলাম ভীষণ ছোট্ট ও! আমার হাতের তালুর থেকেও ছোট ওর চেহারা। প্রত্যেকটা দিন আমি বা আমার স্বামী ওকে বুকে নিয়ে দিন কাটিয়েছি। মেয়ে বাঁচতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না আমরা।’’