তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল নিয়ঙ্কার মেয়ে।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা-কন্যার প্রথম ছবি প্রকাশ্যে! মা না বাবা, কার মতো ঠোঁট পেল মালতী
advertisement
আরও পড়ুন: হুবহু হলি তারকা! প্রিয়াঙ্কার মতো তাঁর দেহরক্ষীর গুণমুগ্ধও অনেক, রইল অজানা গল্প
সম্প্রতি সেই সমস্ত বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটিশ এক ম্যাগাজিনে তাঁর কন্যার সঙ্গে ছবি প্রকাশ পেল, সঙ্গে সাক্ষাৎকার। আর সেখান থেকেই জানা গেল, মা হওয়ার পর থেকে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘‘লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এউই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার! আর সেই সময়ে এগুলো শুনতে হচ্ছে, যখন ডাক্তাররা ওর শরীরে ধমনী খুঁজে চলেছেন! ছোট্ট হাত দু’টো ধরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক, ওকে আমি গসিপে পরিণত হতে দেব না। কারণ এটা তো কেবল আমার জীবনের বিষয় নয়, ওরও জীবন এটা।’’