ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা তাঁর বোর্ডিং পাসের ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে তিনি মুম্বই ফিরছেন। ক্য়াপশনে তিনি লিখেছেন, "অবশেষে... বাড়ি ফিরছি... প্রায় 3 বছর পর..."
আরও পড়ুন: 'ও কেন এটা করল'! প্লাস্টিক সার্জারি করে সুন্দর মুখ নষ্ট করেছেন ক্যাটরিনা, বিরক্ত ভক্তরা
advertisement
বিয়ের পর অভিনেত্রী লস অ্য়াঞ্জেলসে থাকতে শুরু করেছেন, তবে ঘন ঘন এদেশে আসতেন তিনি। কোভিডের পর বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার জন্য় দেশে ফেরার সময় করে উঠতে পারেননি। গত ৩ বছরে, প্রিয়াঙ্কা তাঁর বেশিরভাহ সময়ই কাটাতেন বাড়িতে। তিনি 'টেকস্ড ফর ইউ অ্য়ান্ড সিটাডেল'-এর শুটিং-এ ব্য়স্ত। শুটিং শেষে নিক এবং মেয়ে মালতির জন্য় সময় দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২৫ বছর পরেও মাধুরীর নাচে 'দিল তো পাগল হ্যায়', দেখুন ভিডিও
প্রসঙ্গত, সম্প্রতি এক রবিবার প্রিয়াঙ্কা মেয়ে মালতি মেরির ক্রিয়াকলাপ ক্যামেরাবন্দি করছিলেন। 'মাদার্স ডে' উপলক্ষে প্রিয়ঙ্কা এবং নিক তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমবারের জন্য পরিচয় করিয়ে দিলেন মালতিকে। এনআইসিইউতে ১০০দিনেরও বেশি দিন কাটানোর পরে এই দম্পতি তাদের মেয়েকে বাড়িতে স্বাগত জানায়।