TRENDING:

Pratul Mukherjee: না ফেরার দেশে প্রতুল মুখোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীত শিল্পীর অজানা কাহিনি জানলে চমকে যাবেন

Last Updated:

Pratul Mukherjee: হুগলির চুঁচুড়ার মতিঝিল পাড়ায় একটা সময় শৈশব কালে এই মায়া ভরা পথ দিয়ে হেঁটে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বাল্যকাল স্কুল জীবন তার সবই কেটেছে, চুঁচুড়া লাল বাড়ি থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির চুঁচুড়ার মতিঝিল পাড়ায় একটা সময় শৈশব কালে এই মায়া ভরা পথ দিয়ে হেঁটে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বাল্যকাল স্কুল জীবন তার সবই কেটেছে, চুঁচুড়া লাল বাড়ি থেকে। বর্তমানে একতলা বাড়িটা দোতলা হয়েছে।  প্রভাত মুখোপাধ্যায় বরিশাল থেকে চলে আসার পর প্রতুল মুখোপাধ্যায় শৈশব কেটেছে এই বাড়িতে।
advertisement

প্রতুলকে মতিঝিলের সবাই পানু দা নামেই চেনে। পানু দা বাড়ির সামনের মতিঝিল মাঠে ফুটবল খেলতেন। হুগলি কলিজিয়েট স্কুলে পড়তেন এবং বরাবর ফার্স্ট হতেন। ভূদেব ভবনে বিয়ে হয়েছিল সর্বানী মুখোপাধ্যায়ের সঙ্গে। তারপর সত্তর দশকে কলকাতা চলে যান। প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে টুকরো টুকরো স্মৃতি রয়েছে চুঁচুড়ার মতিঝিল এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন-ঘাতক কোলেস্টেরলের মুখে ছাই! খরচ হবে না ১ টাকাও, এভাবে খেলেই গলে গলে বেরবে চিটচিটে আঠালো পদার্থ, মাত্র ৭ দিনেই খেলা শেষ, গ্যারান্টি…!

advertisement

তাঁর এক আত্মীয় সুখ রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, খুব ছোটবেলায় দেখেছি। পাশের বাড়ির বারান্দায় অঙ্ক কষতেন। লিখতে লিখতে গোটা মেঝে ভরিয়ে দিতেন। খুব মেধাবী ছিলেন। মতিঝিলের চেকালিন ক্লাবের নামকরণ তারই করা। বন্ধুরা মিলে সরস্বতী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। পরে দূর্গাপুজো শুরু হয়। যে মাঠে খেলতেন সেই মাঠের নামকরণ করেছিলেন গ্রীন চেক গ্রাউন্ড।

advertisement

চেকাকিন ক্লাবের পরিচালনায় বারো ভূতে নাটক মঞ্চস্থ হয়েছিল। প্রতুল মুখোপাধ্যায়ের ছোটো ভাই প্রদীপ মুখোপাধ্যায় খুব ভাল ছবি আঁকতেন। সেই নাটকের ছবি এঁকে দিতেন। প্রতুল মুখোপাধ্যায়ের বাড়ি প্রায় পঞ্চাশ বছর আগে বিক্রি হয়ে যায়। ওই বাড়ির বর্তমান বাসিন্দা দিব্যেন্দু চক্রবর্তী বলেন, আমার শ্বশুরের শ্বশুর এই বাড়ি কিনেছিলেন। ওনার মত একজন গুণী মানুষ এখানে থাকতেন আমরা গর্বিত।

advertisement

আরও পড়ুন-আর সময় নেই…! পৃথিবীর শেষ দিন হবে এটাই! বিজ্ঞানীদের হাড়হিম ৫ ভবিষ্যদ্বাণী জানলে গায়ে কাঁটা দেবে

প্রতুল মুখোপাধ্যায়ের প্রতিবেশি কিশোর চট্টোপাধ্যায় বলেন,সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তুলেছিলেন। কি অসাধারন নাটক করেছিলেন। তাদের বাড়িতে ইলেকট্রিক ছিল না। আমাদের বাড়িতে আলো ছিল। মেঝেতে বসে অঙ্ক কষত। মাঠেই আলোতে পড়ত। বহুদিন যোগাযোগ ছিল না। পরে আমরা যোগাযোগ করি। একবার ক্লাবের অনুষ্ঠানে নিয়ে এসেছিলাম। বলেছিলাম তোমাদের বাড়িটা আছে শুধু তোমরাই নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার 

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pratul Mukherjee: না ফেরার দেশে প্রতুল মুখোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীত শিল্পীর অজানা কাহিনি জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল